আগামী বছরে তিন ধরণের ফোল্ডিং ফোন আনছে Xiaomi

আগামী বছরে একাধিক ফোল্ডেবল স্মার্টফোন আনতে চলেছে Xiaomi। ডিসপ্লে অ্যানালিস্ট Ross Young এই তথ্য দিয়েছেন। তার নতুন একটি টুইটে তিনি দাবি করেছেন, আগামী বছরে শাওমি তিনধরণের ফোল্ডিং ফোন লঞ্চ করবে। শুধু তাই নয়, Oppo, Vivo এর মতো কোম্পানিগুলিও আগামী কয়েকমাসের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোন আনবে বলে তিনি জানিয়েছেন।

আপাতত Samsung, Huawei ও Motorola এর মত ব্র্যান্ডগুলি বাজারে ফোল্ডিং ফোন এনেছে। এরমধ্যে মোটোরোলা কেবল ক্লামশেল ডিজাইনের ফোল্ডিং ফোন এনেছে। আবার স্যামসাং এনেছে ক্লামশেল, ইন ফোল্ড, দুধরণের ফোল্ডেবল ফোন। সেখানে শাওমি তিন ধরণের ফোল্ডেবল ফোন (আউট ফোল্ড, ইন ফোল্ড, ক্লামশেল) আনবে বলে জানিয়েছেন Ross Young ।

তিনি বলেছেন, Xiaomi -র একটি ফোল্ডিং ফোনের ডিজাইন অনেকটা Huawei Mate X এর মত হতে পারে। তবে এর ডিসপ্লে হুয়াওয়ের থেকে বড় হবে। এটি একটি ইন ফোল্ড ডিভাইস হবে। আবার আউট ফোল্ড ফোনটির ডিসপ্লে সাইজ ৮ ইঞ্চি হতে পারে।

প্রসঙ্গত গত অক্টোবরে XDA Developers, MIUI 12 এর বিটা আপডেটে “Cetus” কোডনেমের সাথে শাওমির একটি ফোল্ডিং ফোনের অস্তিত্ব খুঁজে পায়। যেখান থেকে জানা গিয়েছিল এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তখন থেকেই গুঞ্জন ছিল, Xiaomi আগামী বছরেই ফোল্ডিং ফোন লঞ্চ করবে। যদিও কোম্পানির তরফে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে Ross Young এর মন্তব্য সামনে আসার পর একথা নিশ্চিত যে শাওমি ফোল্ডেবল ফোন শীঘ্রই বাজারে আসছে।