একসঙ্গে আসছে ৫টি ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে বড় ধামাকা

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত Galaxy Unpacked ইভেন্টে তারা মোট পাঁচটি শক্তিশালী ডিভাইস লঞ্চ করবে। এই ডিভাইসগুলির মধ্যে একটি হবে কোম্পানির প্রিমিয়াম রেঞ্জে আসা এবছরের নোট সিরিজ, Samsung Galaxy Note 20। এই সিরিজ গত বছরে লঞ্চ হওয়া গ্যালাক্সি নোট ১০ এর আপগ্রেড ভার্সন হবে। এই সিরিজে কোম্পানি তিনটি ফোন লঞ্চ করবে – Samsung Galaxy Note 20, Galaxy Note 20+ Galaxy Note 20 Ultra।

গ্যালাক্সি নোট ২০ সিরিজ ছাড়াও এই ইভেন্টে কোম্পানি Galaxy Z Fold 2 এবং Galaxy Z Flip 5G ফোল্ডিং ফোন দুটি লঞ্চ করতে পারে। আবার Galaxy Buds Live এবং Samsung Galaxy Watch 3 ডিভাইসও আসবে বলে কয়েকদিন আগে একটি রিপোর্টে জানা গিয়েছিল।

স্যামসাং মোবাইল এর সিইও Tae-moon Roh বলেছেন, ‘এই গ্রীষ্মে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টেআমরা পাঁচটি নতুন শক্তিশালী ডিভাইস লঞ্চ করবে। এই ডিভাইসগুলি প্রমান করবে আমরা প্রতিদিনই মোবাইলের জন্য নতুন কিছু আবিষ্কার করছি এবং নিয়মিত করতে থাকবো। আশা করা যায় এই ডিভাইসগুলি ফ্যানদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে না।’

তিনি আরও জানান Samsung Galaxy Z Fold 2 এবং Galaxy Z Flip 5G এর দাম তারা অপরিবর্তিত রাখার চেষ্টা করছে। একটি রিপোর্টে জানা গেছে, কোম্পানি কোনো আগ্রহ দেখাচ্ছে না তাদের নতুন প্রজন্মের ডিভাইসের দাম বৃদ্ধি করার জন্য। এর অর্থ আমরা হয়তো স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫জি কে ১,৯৮০ ডলার (প্রায় ১,৪৮,০০০ টাকা) ও ১,৩৮০ ডলারে (প্রায় ১,০৩,০০০ টাকা) লঞ্চ করতে পারে।