Amazon Fab Phone Fest: সাশ্রয়ী অফারে কিনুন বিভিন্ন বাজেটের ব্র্যান্ডেড স্মার্টফোন

এই মুহূর্তে নতুন ফোন কিনবেন ভাবছেন? তার জন্য দরকার সস্তা অফার? সেক্ষেত্রে বাজেট যাইহোক না কেন, Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র সৌজন্যে এখন আপনার ফোন কেনা সহজ হয়ে যাবে। আসলে আজ অর্থাৎ ১০ই এপ্রিল থেকে Amazon-এ ‘Fab Phone Fest’ (ফ্যাব ফোন ফেস্ট) সেল শুরু হয়েছে, যা ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে। আর সুবিধা বলতে এই সেলে স্মার্টফোন এবং মোবাইল অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-র ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে বা ইএমআই লেনদেন করলে ১০% ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি গ্রাহকরা এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআইয়েরও সুবিধা পাবেন। আসুন এখন দেখে নিই Amazon Fab Phone Fest-এ কোন ফোনে কী অফার মিলবে…

Amazon Fab Phone Fest-এর অফার

১০ হাজার টাকার কম দামী রেঞ্জ: যদি আপনার ফোন কেনার বাজেট এই মুহূর্তে ১০,০০০ টাকার কম হয়, তাহলে অ্যামাজন সেলে অনেকগুলি অপশন আপনার জন্য উপলব্ধ হবে। এক্ষেত্রে ৬,৫৯৯ টাকা মূল্যের Tecno Pop 5 স্মার্টফোনটি ৫,৯৪০ টাকার প্রাথমিক মূল্যে পাওয়া যাবে। সাথে থাকবে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অন্যান্য অফার। অন্যদিকে Tecno Spark 8 Pro খরিদ করতে লাগবে ৯,০০০ টাকা। একই সময়ে Redmi 9A Sport মডেলটি ৬,৯৯৯ টাকা দামের বদলে ৬,২৯৯ টাকায় কেনা যাবে এবং Oppo A15s পাওয়া যাবে ৯,৯৯০ টাকায়।

১০ হাজার টাকার বেশি দামি রেঞ্জ: যদি আপনার বাজেট ১০,০০০ হাজার টাকার ওপরে হয়, তাহলে আপনার জন্য প্রথম বিকল্প স্মার্টফোন হল Realme Narzo 50A; এটি ১০,৫৬২ টাকায় কেনা যাবে। একইভাবে ১২,৯৯৯ টাকার Redmi Note 11 স্মার্টফোনটি মিলবে ১১,৯৯৯ টাকায়, যেখানে Redmi 10 Prime মডেল ১২,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও যারা ২০,০০০ টাকা বা তার বেশি বাজেটের ফোন কিনতে চান তারা ২১,৯৯৯ টাকায় OnePlus Nord CE 2 5G কিনতে পারেন, যার দাম ২৩,৯৯৯ টাকা। আবার OnePlus Nord 2 5G কিনতে গেলে ২৭,৯৯৯ টাকা লাগবে। এছাড়াও Xiaomi 11 Lite NE 5G এবং iQOO Z5 ফোনদুটি সেলে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে।