একবার চার্জে চলবে ১১০ কিমি, EVTRIC Connect B2B ইলেকট্রিক ডেলিভারি স্কুটার লঞ্চ হলো

পরিবেশ দূষণ রোধ করার স্বার্থে ইলেকট্রিক যানবাহনের বিকল্প নেই। সেই কথা মাথায় রেখে ভারতবর্ষের অটোমোবাইল মেকার EVTRIC একের পর এক ইলেকট্রিক টু-হুইলার বাজারে আনছে। সম্প্রতি দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পর, আজ তাঁরা প্রথমবারের জন্য Connect B2B নামের একটি ইলেকট্রিক ডেলিভারি স্কুটার বাজারে এনেছে। এটি একটি লো স্পিড স্কুটার যেটি অনেক দূর পর্যন্ত চলতে পারে। এটি বিশেষভাবে ডেলিভারির‌ কাজে ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে। আসুন EVTRIC Connect B2B ইলেকট্রিক ডেলিভারি স্কুটারের বিশেষত্ব জেনে নেওয়া যাক।

EVTRIC Connect B2B ইলেকট্রিক ডেলিভারি স্কুটার একচার্জে ১১০ কিমি চলে

EVTRIC জানিয়েছে স্কুটারটিতে ১৫০ কেজি পর্যন্ত জিনিসপত্র বহন করা যায় এবং একবার চার্জে এটি ১১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এখানে বদলযোগ্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সাড়ে তিন ঘন্টা সময় লাগে। পাশাপাশি, এটিতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চির টিউবলেস টায়ার। তবে, স্কুটারটির দাম এবং অন্যান্য ফিচার এখনও জানা যায়নি।

প্রসঙ্গত EVTRIC ভারতের বিভিন্ন রাজ্যে তাদের ইলেকট্রিক স্কুটার বিক্রি করবে। এরমধ্যে রয়েছে- মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ।

স্কুটারটির লঞ্চ প্রসঙ্গে EVTRIC মোটরের প্রতিষ্ঠাতা মনোজ পাটিল জানিয়েছেন, “অটোমোবাইল ক্ষেত্রে আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা সঞ্চয় করার পর ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশ করেছি। আমাদের লক্ষ্য ইলেকট্রিক ভেইকেল সেগমেন্টে অবদান রাখা। সংস্থার সমস্ত সদস্যরা একটি কোয়ালিটি সম্পন্ন দুর্দান্ত মানের প্রোডাক্ট তৈরী করার জন্য খুবই পরিশ্রম করেছেন। ইন্ডাস্ট্রিতে একটি কথা প্রচলিত আছে যে ইলেকট্রিক ভেইকেল কম্বুশান ইঞ্জিন প্রোডাক্টের মতো ততটা উপযুক্ত নয়। তবে এটি এখন মিথ হয়ে গেছে। আমরা জেনে বুঝেই সমস্ত চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গ্রাহকরা এখন ভারতে নির্মিত কোয়ালিটি সম্পন্ন ইলেকট্রিক স্কুটার ব্যবহার করতে পারবেন।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন