আধার কার্ডে ছবি খারাপ এসেছে? এইভাবে আপডেট করুন

বর্তমান সময়ে আমাদের যাবতীয় পরিচয় পত্রগুলির মধ্যে আধার কার্ড (Aadhaar Card) হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট৷ এটিতে কার্ডধারীর সর্বপ্রকারের ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও সামিল থাকে। তবে এহেন একটি প্রয়োজনীয় কার্ডে তথ্য ভুল থাকলে আমাদের সমস্যায় পড়তে হয়। আর তাই UIDAI, আধার কার্ডের তথ্য এবং ছবিকে অনলাইন ও অফলাইন মোডে আপডেট করার সুবিধা দিয়ে থাকে। আপনি যদি আপনার আধারের পুরোনো ছবিকে পাল্টে ফেলতে চান, তাহলে আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে, আধার কার্ডে ফটো পরিবর্তন বা আপডেট করতে আপনাদের কী কী করতে হবে সেই বিষয়ে আজ আমরা আলোচনা করবো।

আধার কার্ডে ফটো পরিবর্তন বা আপডেট করার পদ্ধতি

আপনারা আপনাদের নিকটবর্তী ‘Aadhaar Enrolment Centre’ থেকে আধার কার্ডের তথ্য বা ছবি আপডেট করতে পারবেন। এর জন্য নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করুন।

১. আপনি নিকটতম ‘আধার এনরোলমেন্ট সেন্টারে’ যান এবং তথ্য পরিবর্তন করার ফর্ম চেয়ে নিন।

২. এরপর, সাবধানতাপূর্বক ফর্মটিকে পূরণ করুন।

৩. ফর্মটিকে পূরণ করা হয়ে গেলে, এক্সিকিউটিভের কাছে সেটিকে জমা দিন এবং আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করুন।

৪. ফর্ম জমা হয়ে গেলে এক্সিকিউটিভ আপনার একটি লাইভ ফটো তুলবে।

৫. এবার তথ্য বা ছবি আপডেট করার জন্য আপনাকে ২৫ টাকা + GST (ট্যাক্স) দিতে হবে।

৬. এক্সিকিউটিভ দ্বারা আধার আপডেট করার সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, আপনাকে একটি URN যুক্ত একটি রিসিভড স্লিপ দেওয়া হবে।

৭. এই URN বা Update Request Number -টিকে আধার কার্ডের আপডেট স্ট্যাটাস ট্র্যাক করার জন্য ব্যবহার করা যেতে পারে।

আপডেট হওয়া আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি

১. আধার কার্ডে ফটো পরিবর্তন করার অনুরোধ যদি গৃহীত হয়, তবে আপনি আপনার আপডেট হওয়া আধার কার্ডটিকে অনলাইন মোডে সহজেই ডাউনলোড করতে পারবেন।

২. এই আপডেটেড আধার কার্ডটিকে ডাউনলোডের জন্য আপনাকে প্রথমেই UIDA (Ihttps://uidai.gov.in) পোর্টালে চলে যেতে হবে।

৩. আপনি আধার কার্ডটিকে নর্মাল মোডে ডাউনলোড করতে পারেন। অথবা, মাস্কড আধার কার্ড অপশন থেকেও ডাউনলোড করতে পারেন।

৪. আপডেটের পর, আপনাকে আপনার আধার কার্ডের যাবতীয় তথ্যকে mAadhaar অ্যাপে রিফ্রেশ করতে হবে।

৫. এছাড়া, আধার কার্ডটিকে ডিজিলকার (DigiLocker) অ্যাপেও আপডেট করা অত্যন্ত আবশ্যক।

আধার কার্ড আপডেট সম্বন্ধিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

১. আধার কার্ডে ছবি পরিবর্তন করার জন্য, আপনাকে নথি বা ডকুমেন্ট জমা করতে হবে না।

২. আধার কার্ড আপডেট করার সময়ে আপনাকে কোনো ছবি জমা দিতে হবে না। কারণ, এক্সিকিউটিভ ওয়েবক্যাম ব্যবহার করে আপনার লাইভ ফটো তুলবে।

৩. আধার কার্ডে তথ্য বা ডিটেইলস আপডেট করার নূন্যতম সময়সীমা ৯০ দিনের।

৪. আপনি রিসিভড স্লিপে থাকা URN -এর ব্যবহার করে আধার কার্ডের আপডেট স্ট্যাটাস অনলাইন ট্র্যাক করতে পারবেন।

৫. Self-Service Update Portal (SSUP) -এর মাধ্যমে অনলাইনে আধার কার্ডে ছবি পরিবর্তন বা আপডেট করার কোনও সুবিধা দেওয়া হচ্ছে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন