Honda NX200 : ভারতে নতুন অ্যাডভেঞ্চার বাইক আনছে হোন্ডা, কবে লঞ্চ হচ্ছে জানুন

ভারতেও ইদানীং বেড়েছে অর্গানাইজড বাইক ট্রিপ। ভ্রমণপিপাসু মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় বাইকে চেপে ছুটে চলেছে ভুটান, শিলং, লেহ, লাদাখের মতো পাহাড়ি জায়গায়। সেখানকার পার্বত্য দুর্গম রাস্তা জয় করে এগোনোর জন্য এবার এন্ট্রি-লেভেল
অ্যাডভেঞ্চার বাইক আনতে চলেছে হোন্ডা (Honda)।

গতকাল একটি টিজার ভিডিও আপলোড করে বাইকটির আগমনের বার্তা পৌঁছে দিয়েছে তারা। কী নাম, স্পেসিফিকেশন কেমন হবে – সে সব কিছু জানায়নি হোন্ডা। শুধু এটুকু টিজারে বলা আছে যে, আগামী ১৯ আগস্ট বাইকটি আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, আমরা আগেই জানিয়েছিলাম যে, Hornet 2.0-এর উপর ভিত্তি করে NX200 নামের একটি নতুন অ্যাডভেঞ্চার বাইক আনছে Honda। নামটি ইতিমধ্যেই নথিভুক্ত করে ফলেছে তারা৷ ফলে নিশ্চিতভাবে বলা যায়, ১৯ আগস্ট Honda NX200 লঞ্চ হচ্ছে।

Honda NX200-এর টিজার দেখে কী জানা গেল?

টিজার ভিডিও দেখে হোন্ডা এনএক্স ২০০-এর খুঁটিনাটি বলা সম্ভব নয়। তবে বেশ কিছু ছোট ছোট জিনিস আমাদের চোখে পড়েছে। যেমন বাইকটির হেডল্যাম্প ইউনিট অনেকটা হর্নেট ২.০-এর এলইডি ইউনিটের মতো। ফলে হর্নেট ২.০ নেকেড বাইকের উপর ভিত্তি করে এনএক্স ২০০ তৈরি হওয়ার তত্ত্ব সামনে আসছে। তবে অ্যাডভেঞ্চার বাইকটির হেডলাইটের চারপাশে নতুন প্যানেল রয়েছে। যেগুলি ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশনের সাথে সংযুক্ত৷ একঝলকে যা অনেকটা সেমি-ফেয়ারিং বলে মনে হবে।

বাইকে একটি নতুন ফ্লাইস্ক্রিন আছে, যা বেশ ছোট৷ হোন্ডা এক জোড়া হ্যান্ডগার্ডও দিয়েছে। হ্যান্ডগার্ডের মধ্যেই এলইডি ইন্ডিকেটর ইন্টিগ্রেট করা হয়েছে। আবার Honda NX200-এর সামনে আপসাইড ডাউন (ইউএসডি) ফোর্কস দেখতে পাচ্ছি আমরা। ফলে দুর্গম এবড়ো-খেবড়ো রাস্তাতেও দুর্দান্ত সাসপেনশন উপহার দেবে বাইকটি। এছাড়া টিজার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর Honda NX200-এর পিছনের অংশটি Hornet 2.0-এর মতোই মনে হয়।

Honda NX200 মেকানিক্যাল স্পেসিফিকেমন

হোন্ডা হর্নেট ২.০-এর ১৭ এইপি পাওয়ার এবং ১৬.১ এনএম টর্ক উৎপন্নকারী ১৮৪ সিসি-র এয়াস কুল্ড ইঞ্জিন এনএক্স ২০০ বাইকে ব্যবহার হতে চলেছে। তবে হোন্ডা পাওয়ার ডেলিভারি পরিবর্তন করার জন্য ইঞ্জিনটি রিটিউন করে আউটপুট বাড়াতে পারে৷ তাছাড়া হোন্ডা হর্নেট ২.০-এর সিঙ্গেল চ্যানেল এবিএস প্রযুক্তির বিপরীতে আপকামিং হোন্ডা এনএক্স ২০০ ডুয়েল চ্যানেল এবিএস পেতে পারে।

Honda NX200 দাম

হর্নেট ২.০-এর এখন বাজার মূল্য ১.৩১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আসন্ন এনএক্স ২০০-এর দাম ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৫৫ হাজার টাকার মধ্যে হবে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন