Google meet অ্যাপে জুড়ছে ক্যাপশন ও ক্রস ডোমেন লাইভ স্ট্রিমিং সাপোর্ট, কি সুবিধা পাবেন জানুন

বর্তমান গৃহবন্দী পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম Google Meet-এর ওপর নির্ভরশীলতা যত বেড়েছে, ততই এতে যুক্ত হচ্ছে একের পর এক নতুন ফিচার। বিগত কয়েক মাসে Google (গুগল)-এর এই পরিষেবায় একাধিক বদল এসেছে। তবে এবার Meet (মিট)-এর জন্য আনা হয়েছে দু-দুটি নতুন ফিচার, যা এর লাইভ-স্ট্রিমিং অপশনকে উন্নত করবে। রিপোর্ট অনুযায়ী, গুগল মিট ব্যবহারকারীরা এখন তাদের লাইভ স্ট্রিমের জন্য অন্যান্য ডোমেনের ইউজারদের আমন্ত্রণ জানাতে পারবেন। পাশাপাশি, তারা উন্নত অ্যাক্সেসেবিলিটির জন্য লাইভ ক্যাপশন অন করতে সক্ষম হবেন।

Google Meet-এ এল নতুন লাইভ স্ট্রিম ফিচার

এমনিতে গুগল মিট ১,০০,০০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে লাইভ স্ট্রিম হোস্ট করতে দেয়। তবে লাইভ স্ট্রিম হোস্ট করার একটি সীমাবদ্ধতা ছিল যে, এগুলিতে কেবল হোস্টের ডোমেনের মধ্যে থাকা অ্যাকাউন্টগুলিকে আমন্ত্রণ জানানো যেত। কিন্তু এখন, নতুন ফিচার যুক্ত হওয়ার ফলে ক্রস-ডোমেন লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা দেবে গুগল এবং হোস্ট বা অ্যাডমিনরা বিশ্বস্ত ওয়ার্কস্পেস ডোমেন থেকে অতিথিদের আমন্ত্রণ জানাতে পারবেন। এছাড়াও, গুগল লাইভ স্ট্রিমের নতুন ক্যাপশন ফিচার থেকে বধির বা কম শ্রবণশক্তিসম্পন্ন ব্যবহারকারীরা অত্যন্ত উপকৃত হবেন।

এক্ষেত্রে সংস্থাটি ঘোষণা করেছে যে, আগামী ২৭শে জুলাই থেকে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টগুলিতে এই লাইভ স্ট্রিম ক্যাপশন এবং ক্রস-ডোমেন লাইভ স্ট্রিমিং সাপোর্ট উপলব্ধ হবে। তাই এখনই ইউজাররা এগুলি উপভোগ করতে পারবেন না।

প্রসঙ্গত, গুগল মিট সম্প্রতি তার ইন্টারফেসটিকে নতুন করে ডিজাইন করেছে যার জেরে অংশগ্রহণকারীদের অ্যাকাউন্ট আইডি, গ্রিড আকারে উপস্থিত হচ্ছে। সাথে রয়েছে বিশেষ পিন ফিচার যা ইউজারদের আরও বড় আকারে বা সুস্পষ্টভাবে ভিডিওগুলিতে দেখা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন