নজরকাড়া ফিচারের সাথে ভারতে লঞ্চ হল Asus ROG Phone 5, 5 Pro, এবং 5 Ultimate

পূর্ব ঘোষণা মতই আজ লঞ্চ হল গেমিং স্মার্টফোন সিরিজ Asus ROG Phone 5। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও পা রেখেছে দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজের তিনটি নতুন ফোন ROG Phone 5, ROG Phone 5 Pro, এবং ROG Phone 5 Ultimate (Limited)। এক্ষেত্রে তিনটি মডেলেই ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে, লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, শক্তিশালী র‌্যামসহ একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে এসেছে। প্রিমিয়াম ফিচারের সাথে আসায় ফোনগুলির দাম সাধারণ স্মার্টফোন ইউজারদের পকেটে কিছুটা টান ফেলতে পারে। আসুন দেরি না করে এই নতুন আসুস আরওজি ফোন ৫ সিরিজের ফিচার এবং লভ্যতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

Asus ROG Phone 5 সিরিজের স্পেসিফিকেশন

আসুস আরওজি ফোন ৫ সিরিজের ফোনগুলিতে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে ২০.৪:৯ স্ক্রিন রেশিও, ১,০৮০ × ২,৪৪৮ স্ক্রিন রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট বর্তমান। এই ডিসপ্লে প্যানেলে ১,২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধাও থাকবে যা সংস্থার আগের ROG Phone 3-এর তুলনায় ২৩% বেশি উজ্জ্বলতা প্রদান করবে। এছাড়া ডিসপ্লেতে ডিসি ডিমিং সাপোর্ট থাকবে; থাকবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনও, যার ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক কম। জানিয়ে রাখি, এই সিরিজের Pro মডেলটিতে আরওজি (ROG) ভিশন কালার PMOLED ডিসপ্লে এবং ROG Phone 5 Ultimate মডেলে আরওজি ভিশন মনোক্রোম PMOLED ডিসপ্লে রয়েছে। এই মডেলগুলি কাস্টমাইজেবল গ্রাফিক্স সরবরাহ করবে।

অন্যান্য ফিচারের কথা বললে, ROG Phone 5-এ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি চিপসেট, অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ এবং LPDDR5 র‌্যাম সহ এসেছে। এক্ষেত্রে বেস মডেল, ROG Phone 5 মডেলটি ৮ জিবি এবং ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টসহ এসেছে, যেখানে এই সিরিজের Pro সংস্করণটিতে রয়েছে ১৬ জিবি র‌্যাম। তাছাড়াও আগ্রহী ক্রেতারা ROG Phone 5 Ultimate নামক ডিভাইসটিতে ১৮ জিবি র‌্যামের সুবিধা পাবেন। এছাড়া ডিভাইসগুলিতে ৫১২ জিবি পর্যন্ত ইউএসএফ ৩.১ অনবোর্ড স্টোরেজের সুবিধা থাকবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজের সম্প্রসারণ সমর্থন এখানে উপলব্ধ নেই।

ক্রেতাদের এক্সটার্নাল এইচডিডির মাধ্যমে স্টোরেজ বাড়াতে হবে। অন্যদিকে, এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক জেনইউআই (ZenUI) অপারেটিং সিস্টেমে চলবে এবং এগুলিতে গেমকুল ৫ (GameCool 5) নামে একটি লেটেস্ট থার্মাল ডিজাইন রয়েছে। শুধু তাই নয়, আগের সিরিজের ROG ফোনের মত এগুলিতেও এয়ারট্রিগার ৫, ডুয়াল ফ্রন্ট-ফায়ারিং স্পিকার, মাল্টি-অ্যান্টেনা ওয়াই-ফাই এবং কোয়াড-মাইক নয়েজ ক্যান্সলেশন অ্যারে বর্তমান। উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য রয়েছে আল্ট্রাসনিক বাটনও।

ফটোগ্রাফির ক্ষেত্রেও Asus ROG Phone 5 সিরিজ গ্রাহকদের নিরাশ করবে না, কারণ এগুলিতে এফ/১.৮ লেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX686 সেন্সর, এফ/২.৪ অ্যাপারেচার যুক্ত ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শ্যুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আবার কানেক্টিভিটির কথা বললে, ফোনগুলিতে ডুয়াল সিম (ন্যানো) এবং 5G, 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট করবে। এছাড়াও এই ROG ফোনে থাকবে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.০, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি প্রযুক্তি। তদুপরি এই লেটেস্ট ফোনগুলিতে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট (একটি নীচে ও একটি পাশে) এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। বাহ্যিক আনুষাঙ্গিকগুলির জন্য আছে একটি পোগো পিন কানেক্টরও।

এছাড়াও, ROG Phone 5 সিরিজ ডুয়াল সেল ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনগুলির ওজন ২৩৮ গ্রাম এবং পরিমাপ ১৭২.৮×৭৭.২×১০.২৯ মিলিমিটার। ROG Phone 3-এর মতোই এই নতুন ফোনগুলির ব্যাক প্যানেলে ROG লোগোর নীচে একটি আরজিবি লাইট দেখা যাবে। এক্ষেত্রে ROG Phone 5-এ চকচকে বা গ্লসি ফিনিসযুক্ত ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট রঙের বিকল্প দেখা যাবে, যেখানে ROG Phone 5 Pro-তে শুধু ফ্যান্টম ব্ল্যাক শেড রয়েছে। আবার ROG Phone 5 Ultimate ফোনটি ম্যাট ফিনিসসহ স্টর্ম হোয়াইট রঙে উপলব্ধ হবে।

Asus ROG Phone 5 সিরিজের দাম এবং লভ্যতা

আগ্রহীদের জানিয়ে রাখি স্ট্যান্ডার্ড Asus ROG Phone 5-এর ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা যেখানে, ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি কিনতে দাম পড়বে ৫৭,৯৯৯ টাকা। আবার ROG Phone 5 Pro-এর একমাত্র স্টোরেজ কনফিগারেশন (১৬ জিবি + ৫১২ জিবি)-এর মূল্য ঠিক করা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম অর্থাৎ ROG Phone 5 Ultimate-এর ১৮ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে ৭৯,৯৯৯ টাকা খসাতে হবে। আগামী ১৫ই এপ্রিল থেকে এই ফোনগুলি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে বলে নিজের টুইট পোস্টে জানিয়েছে আসুস ইন্ডিয়া।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন