Toyota Electric SUV: এক চার্জে যাবে 550 কিমি! 2025-এ দেশে আসছে টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি

জানেন কি, বিশ্বের মধ্যে সর্বাধিক প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রয়কারী কোম্পানি কোনটি? এটি হচ্ছে টয়োটা (Toyota)। ভারতেও সংস্থার ভরসাযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই। টয়োটার গাড়ি মানেই হার্ড ইঞ্জিন আর চলবে বছরের পর বছর। এবার দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে পা রাখতে চলেছে তারা। অটোকার ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এর দ্বিতীয়ার্ধে ভারতে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি হিসাবে একটি নতুন এসইউভি লঞ্চ করবে টয়োটা। এটি গত বছর ডিসেম্বরে প্রদর্শিত আরবান এসইউভি কনসেপ্টের উপর ভিত্তি করে আসবে। আবার আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে ইগত Maruti eVX-এর সাথেও টয়োটার গাড়িটির কিছু মিল থাকবে। অনুমান, ২০২৫-এর পুজোর মরসুমে টয়োটার প্রথম ইলেকট্রিক গাড়িটির বিক্রি শুরু হবে। চলুন জেনে নিই, গাড়িটির রেঞ্জ, ফিচার্স, স্পেসিফিকেশন কেমন হবে।

Toyota আগামী বছর ভারতে ইলেকট্রিক গাড়ি (SUV) লঞ্চ করবে

বলে রাখি, Toyota Urban SUV-এর দৈর্ঘ্য ৪,৩০০ মিমি, প্রস্থ ১,৮২০ মিমি এবং উচ্চতা ১,৬২০ মিমি। আকার আকৃতির দিক থেকে এটি Maruti eVX-এর কাছাকাছি। গাড়িটির প্রোডাকশন মডেলের হুইলবেস হতে পারে ২,৭০০ মিমি। eVX-এর মতো এটিও 27PL স্কেটবোর্ড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। ব্যাপকভাবে স্থানীয়করণ করা এই প্ল্যাটফর্মটি সুজুকির গুজরাতের কারখানায় তৈরি হয়েছে। ভারতের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করা হবে গাড়িটি।

Toyota Electric SUV: হাই-টেক কেবিন

কনসেপ্ট মডেল থেকে অনুপ্রাণিত টয়োটার আসন্ন ইলেকট্রিক এসইউভি বোল্ড অ্যাঙ্গুলার সার্ফেস এবং C-আকৃতির এলইডি ডিআরএল রানিং লাইট ও ফ্রন্ট বাম্পার সহ হাজির হবে। এছাড়া থাকছে ফ্রেয়ার্ড হুইল আর্চ, এবং SUV-র ন্যায় আপরাইট সিলোয়েট। প্রোডাকশন মডেলের কেবিনটি লাক্সারি ও সেফটি ফিচার্স এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হয়ে আসবে বলেই অনুমান করা হচ্ছে।

Toyota First Electric SUV

Toyota Electric SUV: ব্যাটারি ও রেঞ্জ

টয়োটার ইলেকট্রিক এসইউভি দুই ব্যাটারি প্যাক অপশনে অফার করা হবে বলে অনুমান করা হচ্ছে। ৬০ কিলোওয়াট আওয়ার প্যাক থেকে ফুল চার্জে ৫৫০ কিলোমিটার রেঞ্জ মিলবে। অন্যদিকে ৪৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। গাড়িটির ফ্রন্ট এবং ডুয়েল মোটর অল হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

টয়োটার ইলেকট্রিক এসইউভি-র প্রতিপক্ষ

মিড সাইজ ইলেকট্রিক এসইউভি হিসেবে বাজারে লঞ্চের পর টয়োটার এই ব্যাটারি গাড়ি Hyundai Creta EV, Tata Curvv EV ও আসন্ন Maruti Suzuki eVX-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় শামিল হবে। গাড়ির ভেতরে থাকছে বেশি স্পেস, সেফটি এলিমেন্ট, আরামদায়ক ফিচার্স ও বিশ্বমানের প্রযুক্তি।