Vivo V30 Lite 4G মিড বাজেটে রেডমি ও রিয়েলমিকে ঠেক্কা দিতে আসছে, থাকবে এই প্রসেসর

হালফিলে এই একই মডেল নম্বর অর্থাৎ V2342 -এর সাথে একটি নতুন ডিভাইস ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সাটিফিকেশন সাইট থেকেও ছাড়পত্র পেয়েছিল।

আজ বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench) -এর ডেটাবেসে V2342 মডেল নম্বর সহ একটি নতুন Vivo স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে জানা গেছে, আসন্ন হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত হবে। যার অর্থ এতে LTE কানেক্টিভিটি সমর্থন করবে। এছাড়া এর র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সংস্করণ সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, হালফিলে এই একই মডেল নম্বর অর্থাৎ V2342 -এর সাথে একটি নতুন ডিভাইস ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সাটিফিকেশন সাইট থেকেও ছাড়পত্র পেয়েছিল। এই সাইটে আসন্ন ফোনটির নাম – Vivo V30 Lite / Vivo Y100 হিসাবে দেখানো হয়েছে।

Vivo ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোন গিকবেঞ্চ ৬ বেঞ্চমার্কিং পরীক্ষার সিঙ্গেল-কোর রাউন্ডে ৪৭৮ পয়েন্ট অর্জন করেছে এবং মাল্টি-কোর পরীক্ষায় ১,৫৪৩ পয়েন্ট স্কোর করেছে। লিস্টিং অনুসারে, আসন্ন এই হ্যান্ডসেটটি ‘বাংলা’ কোড নাম সহ একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটে ৪+৪ কোর কনফিগারেশন এবং অ্যাড্রেন জিপিইউ সাপোর্ট করবে। এই তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছিলো, ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ বা স্ন্যাপড্রাগন ৬৮৫ এসওসি থাকতে পারে। যদিও পরবর্তীতে প্রকাশ্যে নিয়ে আসা হয় যে, এই প্রসেসরের পারফরম্যান্স কোরের ক্লক ফ্রিকোয়েন্সি ২.৮০ গিগাহার্টজ হবে। যা নিশ্চিত করেছে যে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ ব্যবহার করা হবে।

জানিয়ে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ হল স্ন্যাপড্রাগন ৬৮০ -এর একটি উন্নত সংস্করণ। এটি বেশ কয়েকটি মিড-রেঞ্জ হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে, যেমন – Redmi Note 13, Realme C67, এবং Redmi Note 12। অতএব ভিভো মডেলটিও মিড-রেঞ্জের হতে হয়তো।

আবারো প্রসঙ্গে ফিরে আসা যাক। বেঞ্চমার্কিং সাইটটির লিস্টিং থেকে আরও জানা গেছে যে, আসন্ন ভিভো ভি৩০ লাইট / ওয়াই১০০ ফোন ৮ জিবি র‍্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসবে।

কয়েক মাস আগেই মেক্সিকোর বাজারে আত্মপ্রকাশ করে Vivo V30 Lite 5G। এক্ষেত্রে উক্ত হ্যান্ডসেটটি ছাড়াও বর্তমানে Vivo V30 সিরিজের অধীনে – Vivo V30 এবং Vivo V30 Pro নামের আরো দুটি মডেল অন্তর্ভুক্ত আছে। অতএব Vivo V30 Lite (4G ভ্যারিয়েন্ট), Vivo V30 লাইনআপের চতুর্থ মডেল হিসাবে লঞ্চ হতে চলেছে।