Vivo Y200 Pro 5G: দেশে আসছে ভিভোর আরও 5G ফোন, থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা

ভিভো গত বছর অক্টোবরে স্ট্যান্ডার্ড Vivo Y200 5G স্মার্টফোনটি উন্মোচন করেছিল। এ বছর ফেব্রুয়ারিতে আবার ব্র্যান্ডটি ভারতে Y200 সিরিজের অধীনে Vivo Y200e 5G লঞ্চ করে। আর এখন শোনা যাচ্ছে যে, এদেশের বাজারে শীঘ্রই Vivo Y200 Pro 5G নামে আরেকটি Y200-সিরিজের ফোন আত্মপ্রকাশ করতে চলেছে। কেননা এটি ভারতের বিআইএস (BIS)-এর অনুমোদন লাভ করেছে, যা এদেশে হ্যান্ডসেটটির খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়।

Vivo Y200 Pro 5G পেল BIS-এর ছাড়পত্র

V2401 মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এই একই ফোন এর আগে ভিভো ওয়াই200 প্রো 5জি ব্র্যান্ডিংয়ের সাথে গুগল প্লে (Google Play)-সমর্থিত ডিভাইস লিস্ট এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশনে প্ল্যাটফর্মেও দেখা গিয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, V2401 ছাড়াও, V2303 মডেল নম্বরটিও ভিভো ওয়াই200 প্রো 5জি-এর সাথে যুক্ত। গত মাসে, ওয়াই200 প্রো 5জি-কে গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসে দেখা গিয়েছিল। যা ডিভাইসটির একটি ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। জানিয়ে রাখি, V2303 মডেল নম্বরটি মূলত ভিভো ভি29ই-এর অন্তর্গত, যা গতবছর সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করেছিল।

তাই, মনে করা হচ্ছে Vivo Y200 Pro 5G সম্ভবত Vivo V29e-এর ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। জানিয়ে রাখি, এই ফোনটি 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কার্ভ-এজ স্ক্রিন সহ এসেছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পারফরম্যান্সের জন্য Vivo V29e-এ Qualcomm Snapdragon 695 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 8 জিবি র‍্যামের সাথে যুক্ত। এটি 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ বিকল্পেও পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29e-তে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Vivo Y29e-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে অটোফোকাস সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। Vivo Y200 Pro 5G এই মাসের শেষের দিকে বা মে মাসে বাজারে আসতে পারে বলে অনুমান।