iPhone 13 Pro Max-র কাছে হেরে গেল Samsung Galaxy S22 Ultra

সম্প্রতি লঞ্চ হয়েছে স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S22। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra- এই তিনটি স্মার্টফোন। এই সিরিজটি বর্তমানে বাজারে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে অন্যতম। তবে সম্প্রতি গিকবেঞ্চ ৫ (Geekbench 5) বেঞ্চমার্কিং সাইটে সংগঠিত একটি টেস্টে টপ-এন্ড Samsung Galaxy S22 Ultra ফোনে ব্যবহৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটটি অ্যাপল (Apple)-এর iPhone 13 Pro Max ফোনের এ১৫ প্রসেসরের পারফরম্যান্স কে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে।

iPhone 13 Pro Max- এর পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে ব্যর্থ হল সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy S22 Ultra

টেক সাইট পিসিম্যাগ (PCMag) দ্বারা সম্পাদিত গিকবেঞ্চ ৫ বেঞ্চমার্কিং সাইটের একটি পরীক্ষায়, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ গ্যালাক্সি এস২২ আল্ট্রা মাল্টি-কোর টেস্টে ৩,৪৩৩ স্কোর করেছে। অন্যদিকে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট যুক্ত আইফোন ১৩ প্রো ম্যাক্স ৪,৬৪৭ স্কোর করেছে। আবার সিঙ্গেল-কোর টেস্টেও একই রকম ফলাফল দেখা গেছে, এই টেস্টে আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনটি ১,৭৩৫ পয়েন্ট লাভ করেছে এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা পেয়েছে ১,২৩২ পয়েন্ট।

প্রসঙ্গত, এই ফলাফলটি যদিও আশ্চর্যজনক নয়। ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর যুক্ত ডিভাইসগুলি অনুরূপ স্কোরই প্রদর্শন করেছিল। এই চিপসেটটি এর পূর্বসূরির তুলনায় মার্জিনাল আপগ্রেড সহ এসেছে। আর অন্যদিকে, অ্যাপলের এ১৫ চিপসেটে পূর্বসূরি এ১৪- এর তুলনায় উল্লেখযোগ্যভাবে পারফরম্যান্সের উন্নতি পরিলক্ষিত হয়েছে।

জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের তুলনায়, স্ন্যাপড্রাগন ৮ জেন১ গিকবেঞ্চে সিঙ্গেল-কোর টেস্টে ১৩ শতাংশ বেশি পয়েন্ট অর্জন করেছে এবং মাল্টি-কোর টেস্টে এর স্কোর ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মধ্যমানের। কিন্তু জিএফএক্সবেঞ্চ (GFXBench) বেঞ্চমার্কে, পিসিম্যাগ লক্ষ্য করছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চিপসেটটি আগের প্রজন্মের তুলনায় প্রায় ২০ শতাংশ ভালো ফলাফল দেখিয়েছে।

উল্লেখ্য, এই সিপিইউ এবং জিপিইউ বেঞ্চমার্ক স্কোরগুলি বাস্তব ব্যবহারের সময় পারফরম্যান্সের সঠিক মূল্যায়ন করতে পারে না। তবে এগুলি গেমিং এবং ভিডিও সম্পাদনার মতো রিসোর্স-ইনটেনসিভ কাজের ক্ষেত্রে একটি প্রসেসরের ক্ষমতার ইঙ্গিত অবশ্যই দেয়।