Redmi Note 10S ভারতে অ্যামাজন থেকে পাওয়া যাবে, জেনে নিন দাম ও ফিচার

Redmi Note 10S আগামী ১৩ই মে ভারতে লঞ্চ হবে। গত মার্চে Xiaomi গ্লোবাল মার্কেটে এই ফোনের ওপর থেকে পর্দা সরিয়েছিল। আশা করা যায় ভারতেও ফোনটি একই স্পেসিফিকেশন সহ আসবে। গতকাল রেডমি নোট ১০এস এর ভারতীয় ভ্যারিয়েন্টকে গুগল প্লে কনসোলে দেখা গেছে। এবার ই-কমার্স সাইট Amazon-ও ফোনটির মাইক্রোসাইট লাইভ করলো। অর্থাৎ ভারতে Redmi Note 10S কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Mi.com ছাড়াও Amazon থেকে পাওয়া যাবে।

অ্যামাজনের মাইক্রোসাইট অনুযায়ী, রেডমি নোট ১০এস ফোনে IP53 রেটিং সহ AMOLED ডিসপ্লে থাকবে। আবার এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অ্যামাজন থেকে আরও জানা গেছে Redmi Note 10S ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর থাকবে। ফটোগ্রাফির জন্য এতে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ, যারা প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। আবার ফোনের অন্যান্য ফিচারের মধ্যে থাকবে স্মুদার হ্যাপটিক্স, ডুয়েল স্টেরিও স্পিকার ও Hi-Res Audio সাপোর্ট।

এদিকে গুগল প্লে কনসোল থেকে আমরা জানতে পেরেছিলাম, রেডমি নোট ১০এস ৬ জিবি র‌্যাম সহ ভারতে আসছে। আশা করা যায় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ফোনটিতে গ্রাফিক্সের জন্য আর্ম মালি জি৭৬ জিপিইউ থাকবে।

Redmi Note 10S এর সম্ভাব্য দাম

ইউরোপে রেডমি নোট ১০এস এর দাম শুরু হয়েছে ২৯৯ ডলার থেকে (প্রায় ১৬,৫০০ টাকা)। সেক্ষেত্রে ভারতে এই ফোনটি ১৫,০০০ টাকার রেঞ্জে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন