Nokia 105 (2023) ও Nokia 106 4G ভারতে অতি সস্তায় লঞ্চ হল, টাকা লেনদেনের জন্য রয়েছে UPI সাপোর্ট

নোকিয়া (Nokia) আজ ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল, এগুলি হল Nokia 105 (2023) এবং 106 4G। এগুলি বেসিক ফোন হলেও, এগুলিতে একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা ফিচার ফোন দেখা যায়না। নোকিয়ার নতুন হ্যান্ডসেটগুলি একটি ইন-বিল্ট UPI 123PAY ফাংশনালিটির সাথে এসেছে। যার অর্থ, Nokia 105 (2023) এবং 106 4G-এর সাহায্যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্রযুক্তি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমান সময়ে, ভারতে ইউপিআই সিস্টেমের গুরুত্ব অপরিসীম এবং এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এগুলি এতদিন শুধুমাত্র স্মার্টফোনেই সীমাবদ্ধ ছিল। লো-এন্ড বাজেট ফোনে ইউপিআই পেমেন্ট সার্ভিস পৌঁছে দিতে এই স্মার্টফোনগুলি লঞ্চ করেছে নোকিয়া। আসুন Nokia 105 (2023) এবং Nokia 106 4G-এর দাম এবং স্পেসিফিকেশন এবং ইউপিআই পরিষেবাগুলি কীভাবে কাজ করে তা দেখে নেওয়া যাক।

Nokia 105 (2023) এবং Nokia 106 4G-এর দাম এবং লভ্যতা

ভারতীয় বাজারে নোকিয়া ১০৫ (২০২৩) মাত্র ১,২৯৯ টাকায় লঞ্চ হয়েছে এবং এটি চারকোল, সায়ান ও রেড কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, নোকিয়া ১০৬ ৪জি এর মূল্য রাখা হয়েছে ২,১৯৯ টাকা। আর এই মডেলটি চারকোল এবং ব্লু কালার অপশনে মিলবে। দুটি ফোনই ভারতে আগামী ১৮ মে থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। এখনও পর্যন্ত, নোকিয়া তাদের ওয়েবসাইটে শুধুমাত্র ১০৫ (২০২৩)-কে তালিকাভুক্ত করেছে।

Nokia 105 (2023)-এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া ১০৫ (২০২৩)-এ কিউকিউভিজিএ (QQVGA) রেজোলিউশন সহ ১.৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি ১,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যা ১২ ঘন্টা টকটাইম এবং ২২ দিনের স্ট্যান্ডবাই টাইম প্রদান করে। এটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জ করার জন্য একটি মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। আর ডিভাইসটি নোকিয়া ফিচার ফোনের জন্য বিশেষভাবে ডিজাইন করা সিরিজ ৩০+ (S30+) অপারেটিং সিস্টেমে রান করে। ডিভাইসটি ২জি সংযোগে সীমাবদ্ধ। নোকিয়া ১০৫ (২০২৩) ফোনে ইন-বিল্ট এফএম রেডিও রয়েছে এবং এটি জল প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিংয়ের সাথে এসেছে।

Nokia 106 4G-এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য

নাম থেকেই বোঝা যাচ্ছে, নোকিয়া ১০৬ ফিচার ফোনে ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করে। এটি কিউকিউভিজিএ (QQVGA) রেজোলিউশন সহ ১.৮ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে। নোকিয়া ১০৫ (২০২৩)-এর তুলনায় এটির ব্যাটারির ক্ষমতা বেশি। এটি ১,৪৫০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা স্ট্যান্ডবাই মোডে কয়েক সপ্তাহ স্থায়ী হয়। একটি ইন-বিল্ট এফএম রেডিও ছাড়াও, নোকিয়া ১০৬ ৪জি-তে একটি এমপি৩ প্লেয়ারও রয়েছে।

আবার, Nokia 106 4G-তে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জ করার জন্য একটি মাইক্রো-ইউএসবি পোর্ট যুক্ত রয়েছে। এটি ফিচার ফোনের জন্য নোকিয়া দ্বারা বিশেষভাবে ডিজাইন করা সিরিজ ৩০+ (S30+) অপারেটিং সিস্টেমে চলে। এছাড়াও, 106 4G-তে এফএম রেডিও এবং জল প্রতিরোধী আইপি৫২ (IP52) রেটিং রয়েছে।

UPI কীভাবে নতুন Nokia 105 (2023) এবং Nokia 106 4G-তে কাজ করে?

আগেই উল্লেখ করা হয়েছে যে, লেটেস্ট ফিচার ফোন Nokia 105 (2023) এবং 106 4G-এ একটি ইন-বিল্ট UPI 123PAY ফাংশনালিটি রয়েছে, যা মূলত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এনপিসিআই (NPCI)-এর ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। এই পরিষেবার মাধ্যমে, ফিচার ফোন ব্যবহারকারীরা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (IVR) নম্বরে কল করা, ফিচার ফোনে অ্যাপ ফাংশনালিটি, মিসড কল-ভিত্তিক পদ্ধতি এবং প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক অর্থপ্রদান সহ চারটি ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট করতে সক্ষম হবেন।