একধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy M13 5G, এত কম দামে এই প্রথম

Samsung ঘোষিত ভারতের সর্বাধিক সাশ্রয়ী মূল্যের 5G-কানেক্টিভিটির স্মার্টফোনের দাম একধাক্কায় অনেকটাই কমানো হল। আজ্ঞে হ্যাঁ! চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে আত্মপ্রকাশ করা Samsung Galaxy M13 5G স্মার্টফোনের দাম অনেকটাই কমেছে। বাজেট-রেঞ্জে আসা এই 5G হ্যান্ডসেটকে তৎকালীন সময়ে ১৪,০০০ টাকারও কম প্রারম্ভিক মূল্যের সাথে এদেশে ২টি স্টোরেজ কনফিগারেশন সহ লঞ্চ করা হয়েছিল। আর এখন ফোনটির উভয় ভ্যারিয়েন্টের মূল্যে ২,০০০ টাকা হ্রাস ঘটেছে। চলুন এখন Samsung Galaxy M13 5G কিনতে গেলে কত খরচ করতে হবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M13 5G স্মার্টফোনের নতুন দাম

গত ১৪ই জুলাই মাসে স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনকে ভারতে ১৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম রাখা হয় ১৫,৯৯৯ টাকা। তবে সাম্প্রতিক প্রাইস কাটের পর আলোচ্য দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টকে পুরো ২,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। যার পর ফোনটির ৪ জিবি র‌্যাম এবং ৬ জিবি র‌্যাম অপশনকে যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে বলে ৎ। উক্ত মডেলকে – অ্যাকুয়া গ্রীন, মিডনাইট ব্লু এবং স্টারডাস্ট ব্রাউন কালার অপশনে বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনকে স্যামসাং শপ (Samsung Shop) অ্যাপ থেকে খরিদ করলে আরো ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আর HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড হোল্ডারদের ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করা হবে৷

Samsung Galaxy M13 5G -এর স্পেসিফিকেশন

ডুয়াল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ কাস্টম ওএস দ্বারা চালিত। এই ডিভাইসে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ বর্তমান। যদিও স্যামসাংয়ের ‘র‌্যাম প্লাস’ ফিচারের সাহায্যে অভ্যন্তরীণ স্টোরেজকে কাজে লাগিয়ে ১২ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M13 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি, ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ওয়াই-ফাই, ৫জি (১১ ব্যান্ড), এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এই নয়া হ্যান্ডসেটে ১৫ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এটি স্যামসাং নক্স (Samsung Knox) সিকিউরিটি স্যুট সহ এসেছে। Samsung Galaxy M13 5G ফোনের পরিমাপ ১৬৪.৫x৭৬.৫x৮.৮ মিমি এবং ওজন ১৯৫ গ্রাম।