সস্তায় কেনার দারুন সুযোগ Samsung Galaxy M21, Galaxy M31 ও Galaxy M51 ফোনগুলি

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি Samsung তাদের Galaxy M সিরিজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আকর্ষণীয় অফারের ঘোষণা করলো। এই অফারে Galaxy M সিরিজের বিভিন্ন ফোন আসল দামের চেয়ে কিছুটা সস্তায় পাওয়া যাবে। আজ অর্থাৎ ৯ মার্চ থেকে শুরু করে ১২ মার্চ পর্যন্ত এই অফার উপলব্ধ থাকবে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই অফারে Samsung Galaxy M21, Galaxy M31, Galaxy M31s এবং Galaxy M51 ফোনগুলি ডিসকাউন্টে পাওয়া যাবে।

আজ থেকে শুরু হল Samsung Carnival

স্যামসাংয়ের তরফে এই অফার পিরিয়ডের নাম দেওয়া হয়েছে Samsung Carnival। এই কার্নিভালে Samsung Galaxy M21, Galaxy M31, Galaxy M31s এবং Galaxy M51 ফোনগুলির ওপর HDFC ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা ১,০০০ টাকা অতিরিক ছাড় পাবে। Amazon India ই-কমার্স সাইটে এই ডিসকাউন্ট অফার উপলব্ধ। আবার স্যামসাং রিটেল স্টোর থেকে পুরোনো গ্যালাক্সি এম সিরিজ আপগ্রেড করলে ১,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ ভাউচার পাওয়া যাবে।

এই সুবিধা নেওয়ার পর কোনো ক্রেতা Samsung Galaxy M21 ফোনটি ১২,৯৯৯ টাকায় পেতে পারে। আবার Galaxy M31 এবং Galaxy M31s ফোন দুটি যথাক্রমে কেনা যাবে ১৬,৯৯৯ টাকা ও ১৭,৯৯৯ টাকায়। এছাড়া Galaxy M51 ফোনটির দাম কমে হবে ২১,৯৯৯ টাকা।

এদিকে পুরানো ফোনের ওপর অফার ঘোষণার পাশাপাশি Samsung নতুন দুটি ফোন লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। আগামী ১৭ মার্চ গ্যালাক্সি আনপ্যাকেড ইভেন্টে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি Galaxy A52 এবং Galaxy A72 ফোন দুটি লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই স্যামসাংয়ের হংকং ও সংযুক্ত আরব আমিরশাহীর সাপোর্ট পেজে ফোন দুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন