Samsung Galaxy A24-এর দাম কত হবে, লঞ্চের আগেই ডিজাইন সহ সমস্ত তথ্য ফাঁস

অফিসিয়াল লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy A24 স্মার্টফোনের ডিজাইন রেন্ডার ও ফিচার

Samsung Galaxy A24 খুব শীঘ্রই লঞ্চের মুখ দেখতে চলেছে। যদিও দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি এখনো তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে Galaxy A-সিরিজের অধীনে আসন্ন এই ডিভাইসের দাম এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। পাশাপাশি ফোনটির ডিজাইন রেন্ডারও সামনে এসেছে। যার দরুন আসন্ন Samsung Galaxy A24 স্মার্টফোন বিদ্যমান Galaxy A34 5G প্রিমিয়াম মডেলের প্রায় অনুরূপ ডিজাইন বহন করবে বলে জানা গেছে। এছাড়া এটি কোন কোন কালারে পাওয়া যাবে তাও জনপ্রিয় এক টিপস্টার আজ জানিয়েছেন।

অফিসিয়াল লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy A24 স্মার্টফোনের ডিজাইন রেন্ডার ও ফিচার

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ২৪ স্মার্টফোন মিড-রেঞ্জ অফারিং হিসাবে আসবে। এটিকে সম্ভবত চলতি মাসে বা মে মাসে লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি৷ যদিও স্যামসাং স্বয়ং তাদের এই নয়া ডিভাইসের লঞ্চের তারিখ বা ফিচার এখনো প্রকাশ করেনি। কিন্তু ‘দ্য টেক লুকআউট’ (The Tech Outlook) এবং টিপস্টার পারাস গুগলানি (Paras Guglani) -এর সৌজন্যে লঞ্চের আগেই ফোনটির ডিজাইন রেন্ডার সহ বেশ কয়েকটি ফিচার সামনে এসেছে৷ ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ২৪ মডেলটি কমপক্ষে দুটি কালার বিকল্পের সাথে লঞ্চ হবে, যথা ব্ল্যাক এবং লাইম। যদিও টেক জায়ান্টটি – ডার্ক রেড এবং সিলভারের মতো অতিরিক্ত কয়েকটি কালার অপশনের সাথেও এই ফোনটিকে নিয়ে আসতে পারে।

দামের নিরিখে, এ-সিরিজের এই হ্যান্ডসেটকে প্রায় ১৯০ ডলার মূল্যে বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে জানা গেছে। অর্থাৎ ভারতে এটির দাম ১৫,০০০ টাকা বা ২০,০০০ টাকা রাখা হতে পারে। যদিও এই মুহুর্তে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ডিজাইনের প্রসঙ্গে ফিরে আসা যাক আবার। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোনের পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ছোট বৃত্তাকার কাটআউট রয়েছে এবং সেন্সরগুলির পাশে LED ফ্ল্যাশ দেখা গেছে। ডিজাইনের নিরিখে এটি, ফ্লাট ফ্রেম এবং প্লাস্টিক বডি মেটেরিয়াল দিতে তৈরী ব্যাক প্যানেল সহ আসতে পারে। আবার ডিভাইসের সামনে অর্থাৎ ডিসপ্লের উপরিভাগে সেলফি সেন্সর অবস্থানের জন্য ওয়াটার-ড্রপ নচ কাটআউট লক্ষণীয়। এই ডিসপ্লের নিচের দিকে থাকা বেজেল বাকি অংশের তুলনায় সামান্য পুরু থাকবে।

ডিজাইন ব্যতীত Samsung Galaxy A24 স্মার্টফোনের বেশ কয়েকটি কী-ফিচারও প্রকাশ করা হয়েছে। যেমন ফোনটি – ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ লঞ্চ হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আগেই বলেছি, ডিভাইসটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। এক্ষেত্রে ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে। একইভাবে সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেরল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ডিভাইসটি ৩০এফপিএস রেটে ১০৮০পিক্সেল রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে সমর্থ বলে জানা যাচ্ছে।

রিপোর্ট অনুসারে, Samsung Galaxy A24 স্মার্টফোন মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর সহ আসবে, যা নিশ্চিত করছে যে আসন্ন ডিভাইসটি ৫জি নয় বরং ৪জি কানেক্টিভিটি সমর্থন করবে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেখা যাবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করবে। উক্ত হ্যান্ডসেটে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পোর্ট অপশন হিসাবে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক মিলবে। এছাড়া, গ্যালাক্সি এ-সিরিজের এই স্মার্টফোনের পরিমাপ ১৬২.১x৭৭.৬x৮.৩ মিমি এবং ওজন প্রায় ১৯৫ গ্রাম হবে বলেও জানতে পেরেছি আমরা।