Mahidra EV: 40 হাজার টন CO2 গ্যাস বাতাসে মিশে যাওয়া থেকে রুখেছে মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়ি, দাবি সংস্থার

তাৎপর্যপূর্ণ হারে পরিবেশের খেয়াল রেখেছে Mahindra-র বৈদ্যুতিক গাড়ি। পরিসংখ্যান পেশ করে বিষয়টি সর্বসমক্ষে নিয়ে এল Mahindra Electric। লঞ্চ হওয়ার পর থেকে সংস্থার বিদ্যুৎচালিত যানবাহনে চেপে চালকরা ৪০ কোটি কিলোমিটার পথ সফর করেছেন। এর ফলে পেট্রল-ডিজেলের গাড়ির তুলনায় সমপরিমাণে পথ অতিক্রম করতে ৪০,০০০ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন রোখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। Mahindra আরও জানিয়েছে উল্লিখিত পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে শুষে নিতে ১৮.৫০ লক্ষ বৃক্ষরোপণের প্রয়োজন।

গত সপ্তাহে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের নতুন বৈদ্যুতিক এসইউভি গাড়ির টিজার ভিডিও প্রকাশ করেছে। যা এই দশকের শেষের দিকে বাজারে হাজির হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২১-এর প্রথমদিকে সংস্থাটি ঘোষণা করেছিল, এই দশকের মধ্যে মোট ১৬ টি মডেলের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে তারা। যার জন্য মাহিন্দ্রা ৩,০০০ কোটি টাকা বিনিয়োগের চিন্তাভাবনা করছে।

আবার ওই ১৬ টি মডেলের মধ্যে ৮ টি হবে ইলেকট্রিক এসইউভি গাড়ি। এই ৮ টির মধ্যে ৪ টি আবার সংস্থার বর্তমান পোর্টফলিওর জ্বালানি তেল চালিত বা আইসিই গাড়ির বৈদ্যুতিক ভার্সন হিসেবে আনা হবে। তবে বাকি গাড়িগুলি সম্পূর্ণ নয়া মডেলের এসইউভি হিসেবে বাজারে পদার্পণ করবে বলে জানা গিয়েছে।

এদিকে চলতি আর্থিকবর্ষে (২০২২-২৩) Mahindra XUV300 EV সংস্থার প্রথম এসইউভি হিসেবে আত্মপ্রকাশ করবে। উল্লেখ্য, ২০২২ অটো এক্সপো প্রদর্শনীতে Mahindra eXUV300 কনসেপ্ট ইলেকট্রিক কারের ওপর থেকে পর্দা সরানো হয়েছিল। এতে ৪০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক থাকবে, যা একবার সম্পূর্ণ চার্জে ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। আবার এর মোটরটি থেকে ১৩০ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে।