হোয়াটসঅ্যাপ ব্যবহারে খরচ হবেনা অধিক ফোনের মেমরি, আসছে স্টোরেজ ম্যানেজমেন্ট টুল

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে আমরা সব সময় নতুন নতুন ফিচার আনতে দেখি। এই ফিচারগুলি ব্যবহারকারদিকে চ্যাটিং এক্সপেরিয়েন্স ভালো করা ছাড়াও বিভিন্ন সুবিধা দেয়। তেমনই একটি নতুন ফিচার WhatsApp নিয়ে আসছে যার দ্বারা ব্যবহারকারীদের ফোনের স্টোরেজ কম লাগবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে বেশি স্টোরেজের প্রয়োজন হবেনা।

WhatsApp স্টোরেজ ম্যানেজমেন্টের জন্য নতুন ‘টুল’ নিয়ে আসছে। যদিও নতুন “টুল”গুলি প্রকাশের তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এগুলি রোল আউট করা হবে। এগুলি মূলত স্টোরেজ বাঁচাতে সাহায্য করবে, তবে এর সাথে ইউজাররা পাবেন আরো নতুন কিছু ফিচার।

হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে খবর রাখা, WABetaInfo জানিয়েছে, এখন স্টোরেজ ইউজস টুল তৈরির কাজ চলছে। শীঘ্রই হোয়াটসঅ্যাপ, তার iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলির বিটা ভার্সনে নতুন বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করবে। চলুন জেনে নেওয়া যাক এই স্টোরেজ ম্যানেজমেন্টে টুল সম্পর্কে।

নতুন রিডিজাইনড অধিক স্পেসযুক্ত হোয়াটসঅ্যাপ:

হোয়াটসঅ্যাপ স্টোরেজ ইউজ বিভাগে নতুন ডিজাইন আনতে চলেছে, এর ফলে ইউজাররা চ্যাট এবং মেসেজগুলি ম্যানেজ করতে সুবিধে হবে।
অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ক্ষেত্রে একই রকম ফিচার থাকবে, তবে প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ইউজাররা এই ফিচার পাওয়ার পর iOS-এ এই ফিচার আসবে।

নতুন শর্ট বাটন:

ইউজাররা একটি নতুন শর্ট বাটন পাবেন, যার সাহায্যে ফরোয়ার্ড ফাইলগুলি একসাথে দেখতে পাওয়া যাবে, এবং সাইজের ভিত্তিতে ফিল্টার করে ফাইলগুলি দেখা যাবে। এই শর্ট বাটনে ফিল্টার করার তিনটি অপশন থাকবে, যেগুলি হল নতুন, পুরানো ও সাইজ এর ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *