Samsung Galaxy A52s 5G ভারতে আসার আগেই দাম ফাঁস, দেখা গেল সাপোর্ট পেজে

বহু চর্চার পর দিন তিনেক আগে Samsung (স্যামসাং)-এর আসন্ন Galaxy A52s 5G (গ্যালাক্সি এ৫২ এস ৫জি) ফোনের রেন্ডার ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এই ফোনটি যে মার্চে চালু হওয়া Samsung Galaxy A52 5G-এর আপডেটেড ভার্সন হিসেবে বাজারে পা রাখবে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এসওসি, পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে – এ খবরও আগেই নিশ্চিত হয়েছে। তবে সম্পূর্ণ ফিচার ফাঁস হওয়ার পর, এবার সামনে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনের দাম সংক্রান্ত তথ্য। পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটির সাপোর্ট পেজও লাইভ হয়ে গেছে। চলুন জেনে নিই, ঠিক কবে এবং কত দামে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি।

Samsung Galaxy A52s 5G-এর সম্ভাব্য দাম এবং লঞ্চের তারিখ

WinFuture.de-এর মতে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনের দাম ৪৪৯ ইউরো (প্রায় ৩৯,১০০ টাকা) থেকে শুরু হতে পারে এবং এটি কালো, নীল, সবুজ, বেগুনি – চারটি রঙের বিকল্প পাওয়া যেতে পারে। ইউরোপে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে বলে জানা গেছে। তবে ভারত সহ অন্যান্য বাজারে ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে। আশা করা হচ্ছে, আগস্টের শেষের দিকেই হ্যান্ডসেটটি লঞ্চ হবে।

Samsung Galaxy A52s 5G ফোনের সাপোর্ট পেজ লাইভ

আজ স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি কে স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে SM-A528B মডেল নম্বর সহ দেখা গেছে। ফলে ফোনটি যে ভারতে যেকোনো দিন লঞ্চ হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত এর আগে একই মডেল নম্বর সহ ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন পেয়েছিল।

Samsung Galaxy A52s 5G-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনটি এর পূর্বসূরী এ৫২ ৫জি-র মতই দেখতে হবে। এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন হবে ১০৮০×২৪০০ পিক্সেল। আবার সেলফি ক্যামেরার জন্য ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। সফ্টওয়্যার ফ্রন্টে হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.২ কাস্কম ওএসের সাহায্যে চলবে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি স্ন্যাপড্রাগন ৭৭৮জি এসওসি, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

ফটো বা ভিডিওগ্রাফির জন্য আসন্ন Samsung Galaxy A52s 5G ফোনে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (এফ/১.৮ অ্যাপারচার), ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার), ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) এবং ৫ মেগাপিক্সেল বোকেহ লেন্স (এফ/২.৪ অ্যাপারচার)। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটি এফ/২.২ অ্যাপারচারযুক্ত ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A52s 5G ফোনটিতে ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে। এছাড়া থাকতে পারে ধুলো এবং জল প্রতিরোধী IP67 রেটিং।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন