Ather 450 Apex: হাই-টেক ফিচার্স মন জিতে নেবে, এথারের নতুন ই-স্কুটারের লঞ্চ এই দিনে

ভারতের প্রথম সারির ই-স্কুটার নির্মাতা এথার এনার্জি আগামী ৬ জানুয়ারি তাদের নতুন মডেল 450 Apex অফিশিয়ালি লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এটি সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল হিসাবে আসতে চলেছে। অর্থাৎ দাম ও প্রযুক্তির দিক থেকে ইলেকট্রিক স্কুটারটি সংস্থার প্রোডাক্ট লাইনআপে সবার উপরে স্থান পাবে। Ather 450 Apex সম্পর্কে ইতিমধ্যেই নানা আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। পাশাপাশি বুকিংও চালু হয়েছে।

Ather 450 Apex জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হবে

এথার একটি লাইভ ইভেন্টের আয়োজন করে তাদের ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক স্কুটার ৪৫০ অ্যাপেক্স লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২,৫০০ টাকার বিনিময়ে বুক করতে পারবেন। ২০২৪ সালের মার্চ থেকে 450X Apex-এর ডেলিভারি শুরু করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুনত্ব হিসেবে 450 Apex-এ থাকছে Warp+ রাইডিং মোড। যেটি বর্তমানে 450X-এ থাকা Warp মোডকে রিপ্লেস করবে। Apex মডেলটি সংস্থার লাইনআপে দ্রুততম মডেল হিসেবে আসবে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩.৩ সেকেন্ডে তুলতে পারবে এটি। 450X Apex-এ থাকবে মাল্টিলেভেল ব্রেক রিজেনারেশন। তাই বেশি ব্রেক কষার প্রয়োজন পড়বে না চালকের। অ্যাক্সিলারেটর উল্টোদিকে মোচড় মারলেই ব্রেক রিজেনারেশন সক্রিয় হবে।

450X Apex-এ কেমন ব্যাটারি ও ইলেকট্রিক মোটর দেওয়া হচ্ছে তা এখনও খোলসা করেনি এথার। অনুমান করা হচ্ছে, ট্রান্সপারেন্ট বডি সহ একঝাঁক নতুন কালার স্কিমে হাজির হবে বৈদ্যুতিক স্কুটারটি। এটি স্পোর্ট হওয়ার বদলে আদর্শ ফ্যামিলি স্কুটার হওয়ার সম্ভাবনা। আর সেটা সত্যি হলে অ্যাপেক্স এথারের ই-স্কুটারগুলির মধ্যে আকার আকৃতিতে সবচেয়ে বড় হবে।