নতুন মোটরসাইকেল কেনার প্ল্যান করছেন? নভেম্বর শুরু হতেই বড় ঘোষণা করল TVS

সেপ্টেম্বরে টিভিএস মোটর (TVS Motor) তাদের ইতিহাসে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির বাইক Apache RTR 310 লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল। দিওয়ালির আগে এবার গ্রাহকদের সুখবর শুনিয়ে বাইকটির ডেলিভারি শুরু করল তারা। সর্বপ্রথম মডেলটি উত্তরপ্রদেশের লখনউতে ডেলিভারি দেওয়া হয়েছে। এটি Apache RR 310-এর নেকেড ভার্সন। নতুন মোটরসাইকেলটির দাম ২.৪৩ লক্ষ টাকা থেকে শুরু করে ২.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

Apache RTR 310-এর ডেলিভারি শুরু হল

সংস্থার পোর্টফোলিওতে Apache RTR 310 মডেলটি Apache RR 310-এর নিচে অবস্থান করলেও, এতে ফিচারের সংখ্যা অনেক বেশি। ৫-ইঞ্চি টিএফটি স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, রেস টেলিমেট্রি, বিভিন্ন রাইডিং মোডের জন্য আলাদা থিম, ট্র্যাক মোড, ক্রুজ কন্ট্রোল, গ্লাইড থ্রু টেকনোলজি, ডায়নামিক টেল ল্যাম্প ইত্যাদি রয়েছে এতে।

Apache RTR 310-এর সাথে দুটি আলাদা প্যাক অফার করছে টিভিএস – ডায়নামিক ও ডায়নামিক প্রো কিট। প্রথমটিতে রয়েছে ফুল অ্যাডজাস্টেবল ফ্রন্ট ও রিয়ার সাসপেনশন, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং ব্রাশ কোটেড চেইন। অন্যদিকে ডায়নামিক প্রো কিটে উপলব্ধ ক্লাইমেট কন্ট্রোল সিট, কর্নারিং এবিএস সহ ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম, কর্নারিং ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং ক্রুজ কন্ট্রোল, হইলি কন্ট্রোল, এবং রিয়ার হুইল লিফ্ট-অফ কন্ট্রোল।

পারফরম্যান্সের জন্য, Apache RTR 310-এ উপস্থিত একটি ৩১২.১২ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৯,৭০০ আরপিএম গতিতে ৩৫.১১ বিএইচপি ক্ষমতা এবং ৬,৬৫০ আরপিএম গতিতে ২৮.৭ এনএম টর্ক (স্পোর্ট, ট্র্যাক এবং সুপারমোটো মোডে) উৎপন্ন হয়। তবে আরবান এবং ট্র্যাক মোডে আউটপুট ৭,৬০০ আরপিএমে ২৬.৭২ বিএইচপি এবং ৬,৬০০ আরপিএমে ২৭.৩ এনএমে কমে আসে। বাই ডিরেকশনাল কুইক শিফ্টার অও ছয় গতির গিয়ারবক্স আছে সঙ্গে।