Realme 9i বাজেট রেঞ্জে আজ ভারতে লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম সহ ফিচার

Realme 9i আজ ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি এর জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে। উল্লেখ্য, বাজেট রেঞ্জের এই ফোনটি সম্প্রতি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। আশা করা যায় Realme 9i এর ভারতীয় ভ্যরিয়েন্টের স্পেসিফিকেশন, ভিয়েতনামে লঞ্চ ফোনটির মত হবে। সেক্ষেত্রে এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি

রিয়েলমি ৯আই লঞ্চ ইভেন্ট, লাইভস্ট্রিম (Realme 9i Launch Event Livestream)

আগেই বলেছি রিয়েলমি ৯আই কে ভারতে লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর ১২.৩০ থেকে শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়া আপনি নীচে দেওয়া লিংক থেকেও ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন।

রিয়েলমি ৯আই দাম, উপলব্ধতা (Realme 9i Price, Availability)

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ৯আই ফোনটির ভারতে দাম রাখা হবে ১৩,৯৯৯ টাকা থেকে ১৪,৯৯৯ টাকার মধ্যে। ফোনটি Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, ভিয়েতনামে রিয়েলমি ৯ আই ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৬,২৯০,০০০ ভিএনডি (প্রায় ২০,৫০০ টাকা)। ফোনটি প্রিজম ব্ল্যাক, প্রিজম ব্লু কালারে এসেছিল।

রিয়েলমি ৯আই স্পেসিফিকেশন (Realme Specifications)

রিয়েলমি ৯আই ফোনে ভিয়েতনামে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ লঞ্চ হয়েছিল। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চলে। এই ফোনে ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ (২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশন) আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪৮০ নিট।

Realme 9i ফোনে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে উপস্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।