জুলাই থেকে এই স্কুটার ভারতে আর কিনতে পারবেন না

আর ডিস্ক ব্রেক মিলবে না Aprilia Strom 125 স্কুটারে। BS6 আপডেটে যুক্ত হয়েছিল এই অপশন। এবার তা বন্ধ করছে এপ্রিলিয়ার মালিক সংস্থা Piaggio। জুলাই থেকে ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধ হলেও, ড্রাম ব্রেক আগের মতোই পাওয়া যাবে বাজারে। তবে এই সিদ্ধান্তের পিছনে কী কারণ, তা খোলসা করেনি তারা‌।

Aprilia Strom 125 Disc-এর দাম এখন ১ লাখ ১২ হাজার টাকা। আর Strom 125 Disc-এর মূল্য ১ লাখ ১ হাজার টাকা (এক্স-শোরুম)। ভারতে ১২৫ সিসি সেগমেন্টে স্কুটারটির প্রধান প্রতিপক্ষ Honda Grazia, TVS Ntorq 125, Suzuki Avenis, এবং Yamaha RayZR 125। উল্লেখ্য, স্ট্রম ভারতে এপ্রিলিয়ার সবচেয়ে কমদামী স্কুটার।

এপ্রিলিয়া স্ট্রম ১২৫ সিঙ্গেল সিলিন্ডারযুক্ত লিকুইড কুল্ড ১২৪.৪৫ সিসি ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা ৭,৫০০ আরপিএম গতিতে ৯.৭৮ বিএইচপি ক্ষমতা ও ৫,৫০০ আরপিএমে ৯.৬০ এনএম টর্ক উৎপন্ন করে। পাওয়ারট্রেনের সাথে সিভিটি গিয়ারবক্স দেওয়া। সাসপেনশনের জন্য স্কুটারটির সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে সিঙ্গেল কয়েল স্প্রিং আছে।

ডিস্ক ব্রেক বন্ধ হওয়ার ফলে এপ্রিলিয়া স্ট্রম ১২৫ এখন শুধু ড্রাম ব্রেক-সহ কম্বি ব্রেকিং সিস্টেমে উপলব্ধ হবে। এতে টুইন পড অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাপরন মাউন্টেড হেডলাই রয়েছে। লাল, সাদা, কালো, হলুদ, এবং নীল রঙে বেছে নেওয়া যায় এই স্কুটার‌।