Samsung Galaxy S23 FE লঞ্চ হতে আর বেশি দেরি নেই, দাম-ফিচার্স ঘোষণা হতে পারে যে কোনও সময়

২০২১ সালে স্যামসাং (Samsung) তাদের ফ্ল্যাগশিপ S21 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার পর, গত বছরের শুরুতেই Samsung Galaxy S21 FE হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। তারপর Galaxy S22 লাইনআপের ডিভাইসগুলি বাজারে এলেও, এই সিরিজের কোনও FE সংস্করণ লঞ্চ করা হয়নি। কিন্তু দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আসন্ন Galaxy S23 FE-এর সাথে “Fan Edition” লাইনআপটি ফিরিয়ে আনতে আগ্রহী। Galaxy S20 FE-এর পর, এই লাইনআপের আর কোনও মডেল গ্রাহকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি, তবে পরবর্তী প্রজন্মের মডেলটির সাথে শীঘ্রই এই অবস্থার পরিবর্তন হতে পারে। যেহেতু Samsung Galaxy S22 FE লঞ্চ হয়নি, তাই কোম্পানির কাছে আগামী ফোনটির জন্য যথেষ্টই সময় ছিল। গত ফেব্রুয়ারিতে S23 সিরিজটি লঞ্চ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে এবং বর্তমানে শোনা যাচ্ছে যে স্যামসাং Galaxy S23 FE- বাজারে আনার জন্য দ্রুততার সাথে কাজ করছে। আর এখন এই হ্যান্ডসেটের ব্যাটারিটি সেফটি কোরিয়া (Safety Korea)-এর সাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে।

Samsung Galaxy S23 FE-এর ব্যাটারি পেল Safety Korea-এর অনুমোদন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর ব্যাটারিটি সেফটি কোরিয়ার সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী, ব্যাটারিটি EB-BS711ABY মডেল নম্বর বহন করে যা SM-S711-এর সাথে মেলে। জানিয়ে রাখি, গ্যালাক্সি এস২৩ এফই এই একই মডেল নম্বরের সাথে আগে দেখা গিয়েছিল। ব্যাটারি সেলটি অ্যাম্পেরেক্স (Amperex) দ্বারা নির্মিত বলে জানা গেছে, কিন্তু এর প্রকৃত ক্ষমতা প্রকাশ করা হয়নি। তবে শোনা যাচ্ছে ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

এছাড়াও সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, গ্যালাক্সি এস২৩ এফই মডেলটি কোম্পানির ইন-হাউস এক্সিনস ২২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ ভ্যারিয়েন্টে বিক্রি হবে৷ এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। গ্যালাক্সি এস২৩ এফই আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর আগে লঞ্চ হবে। এই দুটি ফোল্ডেবল স্মার্টফোন ইতিমধ্যেই জুলাইয়ের শেষ সপ্তাহে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। যদি এটি সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই ডিভাইসটির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।

উল্লেখ্য, Galaxy S23 FE এবং পূর্ববর্তী FE মডেলগুলির মধ্যে প্রধান পার্থক্যগুলির মধ্যে একটি হল এক্সক্লুসিভ এক্সিনস ২২০০ ভ্যারিয়েন্ট। S21 FE অঞ্চলের ওপর নির্ভর করে এক্সিনস বা স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে পাওয়া যেত। তবে, S23 FE শুধুমাত্র এক্সিনস ২২০০-এর সাথে গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে।