Top 5 E-Scooters: এক চার্জে 100 কিমি চলে, দেশের বাজার কাঁপাচ্ছে এই 5 ইলেকট্রিক স্কুটার

দিন দিন ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। পুলিশের ধরপাকড় থেকে রক্ষা পেতেও অনেকেই আজকাল পরিবেশবান্ধব টু-হুইলার বেছে নিচ্ছেন। কারণ এই জাতীয় যানবাহনে দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের প্রয়োজন পড়ে না। এই প্রতিবেদনে তাই সেরা ৫টি বৈদ্যুতিক স্কুটার সম্পর্কে আলোচনা করা হল।

Ather 450X

Ather 450X হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় ও হাইটেক ফিচার সমৃদ্ধ একটি ইলেকট্রিক স্কুটার। এতে উপস্থিত একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং একটি ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা ফুল চার্জে ১৪৬ কিলোমিটার রেঞ্জ প্রদানে সক্ষম। ভ্যারিয়েন্ট অনুযায়ী ই-স্কুটারটির দাম ১.২৮ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

TVS iQube

টিভিএস মোটরের একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – স্ট্যান্ডার্ড, এস এসটি। এগুলির দাম ১.২২ লক্ষ টাকা থেকে ১.৩৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। যদিও টপ-স্পেক ST ট্রিমের দাম এখনও ঘোষণা করা হয়নি। TVS iQube-এ একটি ৫.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অফার করা হয়েছে। সম্পূর্ণ চার্জে যা ১৪৫ কিলোমিটার পথ ছুটতে সাহায্য করে।

Ola S1 / S1 Pro

ওলা ইলেকট্রিক-এর S1 সিরিজের মডেলগুলি শৌখিনতার দিক থেকে যথেষ্ট এগিয়ে। Ola S1-এ আছে একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে যা ১৪১ কিলোমিটার রেঞ্জ অফার করে। যেখানে S1 Pro-তে উপস্থিত ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির মাধ্যমে ১৮১ কিলোমিটার রেঞ্জ মেলে। উভয় মডেলেই উপস্থিত ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। এদের দাম যথাক্রমে ১.৩০ লক্ষ টাকা ও ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Chetak

তালিকার চতুর্থ স্থানে রয়েছে Bajaj Chetak ই-স্কুটার। রেট্রো ডিজাইনের মডেলটিতে রয়েছে একটি ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং ৩.৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। ফুল চার্জে ইকো মোডে এটি ৯৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। যেখানে স্পোর্ট মোডে চলে ৮৫ কিলোমিটার। এর বর্তমান বাজার মূল্য ১.৪৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Hero Vida V1 Pro

তালিকার সর্বশেষ মডেল হিসেবে রয়েছে Hero Vida V1 Pro। বর্তমানে ডিসকাউন্ট সহ এটি ১.২৬ লক্ষ টাকায় (এক্স-শোরুম) কেনা যাচ্ছে। এতে উপস্থিত একটি ৩.৯৪ কিলোওয়াট আওয়ার রিমুভেবল ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১৬৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। আবার রয়েছে একটি ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর।