লঞ্চের আগেই iPhone 13 কে পিছনে ফেললো iPhone 14, চাহিদা তুঙ্গে

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের iPhone 14 সিরিজের ডিভাইসগুলির ওপর কাজ করছে এবং আশা করা যায় সংস্থার প্রথা অনুযায়ী এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আত্মপ্রকাশ করবে। তবে ইতিমধ্যেই এই আপকামিং লাইনআপে অন্তর্ভুক্ত- iPhone 14, 14 Max, 14 Pro এবং 14 Pro Max মডেলগুলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে প্রযুক্তি মহলে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, অ্যাপল প্রথমবার তাদের চিরাচরিত বক্সি নচ ডিজাইনের বাইরে বেরিয়ে পিল আকৃতির কাটআউট ও পাঞ্চ-হোল কাটআউটের সাথে এই সিরিজের Pro মডেলগুলিকে বাজারে আনবে বলে শোনা গেছে। আর এখন এক নির্ভরযোগ্য অ্যাপল বিশ্লেষক জানিয়েছেন যে, চীনে iPhone 14-এর ব্যাপক চাহিদা থাকবে। তার দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দাবি করা হয়েছে যে, সরবরাহকারী এবং খুচরা বিক্রেতারা আইফোনগুলির প্রথম প্রত্যাশিত ইউনিটের জন্য প্রি-পে করতে উল্লেখযোগ্যভাবে উচ্চতর মূল্য ডিপোজিট করছে। কিছু অঞ্চলে ডিপোজিটের পরিমাণ দ্বিগুণ হয়েছে বলেও জানা গেছে। আর তাই আশা করা যায় যে, আসন্ন সিরিজটির চাহিদা পূর্বসূরি iPhone 13-কেও ছাপিয়ে যাবে।

বাজারে iPhone 14-এর চাহিদা পূর্বসূরির থেকেও অনেকাংশে বেশি হবে

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও তার কয়েকটি সাম্প্রতিক টুইটে জানিয়েছেন, বাজারে লঞ্চ হওয়ার প্রায় দু’মাস আগেই এখন আইফোন ১৪ সিরিজটির চাহিদা বর্তমান প্রজন্মের আইফোন ১৩-এর চেয়ে বেশি রয়েছে। বিভিন্ন সময় অ্যাপলের আসন্ন লাইনআপটির সম্পর্কে একাধিক তথ্য বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রযুক্তি সংস্থাটির কাছে জনবহুল দেশ চীন একটি গুরুত্বপূর্ণ মার্কেট এবং কোম্পানির মোট আয়ের প্রায় এক পঞ্চমাংশ চীন থেকেই আসে।

এছাড়াও মিং-চি কুও বলেছেন যে, আইফোন ১৪-এর চাহিদার এই প্রত্যাশিত বৃদ্ধি এর পর্যাপ্ত সরবরাহকে নিশ্চিত করবে। বিশ্লেষক আরও জানিয়েছেন যে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে কম্পোনেন্ট সাপ্লায়ার এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস (EMS) যথাক্রমে ১০০ মিলিয়ন বা ১০ কোটি এবং ৯০ মিলিয়ন বা ৯ কোটি আইফোন ১৪ ইউনিট সরবরাহ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বড়ো মাত্রায় চাহিদা সম্ভবত সিরিজটির লঞ্চের পরে অর্ডার কাট হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে।

উল্লেখ্য, Apple iPhone সিরিজের ফোনগুলি সারা বিশ্বে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অতীতের রিপোর্ট এবং লিক অনুসারে, ২০১৭ সালে লঞ্চ হওয়া iPhone X-এর পর iPhone 14 সিরিজের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হবে। আর তাই এই লাইনআপের হ্যান্ডসেটগুলির জন্য উচ্চ চাহিদা তৈরি হওয়া, এমন কিছু বিস্ময়কর বিষয় নয়। লঞ্চের পর সেলের পরিপ্রেক্ষিতে iPhone 14 সিরিজ কতটা জনপ্রিয়তাটায়, তাই এখন দেখার।