Best Selling Car of 2021: গত বছর দেশে সর্বাধিক বিক্রিত গাড়ি কোনটা জানেন?

সদ্যই বিদায় জানিয়েছে ২০২১। গেল বছর কোন সংস্থাটির গাড়ি সর্বাধিক বিক্রিতের তকমা পেল জানেন? অন্যান্য বছরের মতো এবারও ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ির সংস্থা হল Maruti Suzuki। যদিও এতে বিস্ময়ের কিছু নেই। কারণ এটি নতুন নয়। এর আগেও একাধিকবার সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় প্রথম স্থান দখল করেছে Maruti Suzuki। এখন প্রশ্ন সংস্থার কোন মডেলের গাড়িটি এই সাফল্যের শিরোপা অর্জন করেছে? অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছেন এতক্ষণে, সেটি হচ্ছে Maruti Suzuki WagonR।

মধ্যবিত্তের গাড়ি হিসেবে পরিচিত ৫-সিটের হ্যাচব্যাক সেগমেন্টের মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR) ২০২১-এ ভারতে ১,৬৪,২১৩ ইউনিট বিক্রি হয়েছে, যা ভারতে যে কোনও গাড়ির মডেলের ক্ষেত্রে সর্বোচ্চ৷ এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কারণ এর কেবিনটিতে রয়েছে বেশি জায়গা এবং এটি নিজের বিশ্বাসযোগ্যতা দীর্ঘদিন ধরে প্রমাণ করে এসেছে।

এছাড়াও মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)-এ আছে আকর্ষণীয় ফিচার, শক্তিশালী ইঞ্জিন এবং অন্যান্য সুযোগ সুবিধা, যা Maruti Suzuki Alto-র তুলনায় একে অনেকটাই এগিয়ে রেখেছে। দামের প্রসঙ্গ এলে এক কথায় বলা যায় “কম দামে পুষ্টিকর খাদ্য”। কারণ গাড়িটির বাজারমূল্য মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

বর্তমানে WagonR-এর মডেলটি দুটি ইঞ্জিনের বিকল্পে পাওয়া যায়। এর ১.০ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা থেকে ৬৬ বিএইচপি শক্তি এবং ৯০ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে এর ১.২ লিটার ৪-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা থেকে ৮১ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। উভয় ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে ৫-গতির ম্যানুয়াল ট্রান্সমিশন। এছাড়াও এএমটি গিয়ার বক্সের বিকল্পেও উপলব্ধ। অন্যদিকে Maruti Suzuki WagonR ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিট সহ বেছে নেওয়া যায়।