অবশেষে শুরু হচ্ছে Mi 11 Ultra এর সেল, সুপারফোন কেনার আগে দাম জেনে নিন

লঞ্চের প্রায় আড়াইমাস পর অবশেষে সামনে এল Xiaomi-র সুপারফোন আখ্যা পাওয়া Mi 11 Ultra (এমআই ১১ আল্ট্রা)-র লভ্যতা সংক্রান্ত সুস্পষ্ট তথ্য। এই মাসের প্রথমদিকেই ফোনটি ভারতে কেনা যাবে বলে জানা গিয়েছে। গতকাল সংবাদমাধ্যম India Today (ইন্ডিয়া টুডে)-এর প্রযুক্তি বিভাগ এই বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে Xiaomi (শাওমি) ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন সম্প্রতি একটি ছবি টুইট করেছেন, যাতে ‘এমআই ১১ আল্ট্রা ইজ হেয়ার’ কথাটি লেখা আছে। তাছাড়া এই টুইটটিকে এমআই-এর সুপারফ্যানদের জন্য সবচেয়ে চমকপ্রদ এবং বড় খবর বলে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে শাওমি এখনও ফোনটির প্রথম সেলের তারিখ ঘোষণা করেনি তবে আর সপ্তাহ খানেকের মধ্যেই ইতিবাচক সংবাদ মিলবে বলে ধরে নেওয়া যায়।

ভারতে Mi 11 Ultra সেল শুরু হবে শীঘ্রই

উল্লেখ্য, মার্চে চীনে লঞ্চ হওয়ার পর গত ২৩শে এপ্রিল ভারতে পা রেখেছিল শাওমির প্রিমিয়াম স্মার্টফোন এমআই ১১ আল্ট্রা। কিন্তু এখনো পর্যন্ত এটি অফলাইন বা অনলাইন – কোনো প্ল্যাটফর্মেই বিক্রির জন্য উপলব্ধ নয়। এক্ষেত্রে মে মাসের এক্কেবারে শেষে শোনা গিয়েছিল, এই হ্যান্ডসেটটি জুনের শুরু থেকে পাওয়া যাবে। কিন্তু ওই সময় সংস্থার অনুরাগীদের চীনা টেক জায়ান্ট জানায় যে ভারতের বর্তমান মহামারী পরিস্থিতির কারণেই ফোনটির সেল লাইভ হয়নি। তবে খুব শীঘ্রই এটির সেল আয়োজন করা হবে। তাই নিজের কথামতই শাওমি এবার তার এমআই ১১ আল্ট্রা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে।

ইন্ডিয়া টুডে টেক-এর মতে, শাওমি, ইতিমধ্যে ভারতবর্ষের এমআই হোম এক্সিকিউটিভদের সাথে আলোচনা করছে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে স্মার্টফোনটি বিক্রির পরিকল্পনা করছে। ফলে তারা অন্যান্য ডিভাইসগুলির মতই বিক্রির মাধ্যম হিসেবে অনলাইন চ্যানেলগুলিকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে খুব তাড়াতাড়িই ফোনটির লভ্যতা এবং কেনার সময় কোনো অফার (ক্যাশব্যাক/এক্সচেঞ্জ/ইএমআই অফার) থাকবে কিনা স্পষ্ট হয়ে যাবে।

Mi 11 Ultra এর দাম ও মুখ্য ফিচার

এপ্রিলের শেষদিকে একক র‌্যাম (১২ জিবি) ভ্যারিয়েন্ট এবং ৬৯,৯৯৯ টাকা মূল্যে ভারতে লঞ্চ হওয়া এমআই ১১ আল্ট্রা আদতে হাই-প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে একদিকে যেমন ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৮১ ইঞ্চির WQHD E4 AMOLED ডিসপ্লে রয়েছে, তেমনি আবার রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়াও এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি বর্তমান। তবে ফিচারে ঠাসা এই এমআই ১১ আল্ট্রার আরো একটি বিশেষত্ব হল এর ব্যাক প্যানেলে উপস্থিত ১.১ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে, যার সাহায্যে নোটিফিকেশন, ব্যাটারি লেভেল, ওয়েদার, হেল্থ অ্যালার্ট ইত্যাদি অ্যাক্সেস করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন