জানুন ভারতে কবে আসছে Samsung Galaxy M32, ফাঁস হল দাম

Samsung গতবছর ফেব্রুয়ারিতে Galaxy M31 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। ফলে চলতি বছরে যে এর উত্তরসূরী আসবে তা অনেকটাই নিশ্চিত। Samsung Galaxy M32 (স্যামসাং গ্যালাক্সি এম৩২) কে ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এছাড়া ফোনটিকে স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল সাপোর্ট পেজেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফোনটি যে দ্রুত বাজারে পা রাখবে তা বলার অপেক্ষা রাখে না। তবে লঞ্চের আগে Samsung Galaxy M32 এর দাম সামনে এল।

IANS এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনটি চলতি মাসেই অর্থাৎ জুনে লঞ্চ হবে। এই ফোনটি ১৫,০০০-২০,০০০ টাকার রেঞ্জে ভারতে আসবে। আবার এতে থাকবে ৪জি কানেক্টিভিটি। প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোনটির ভারতে দাম শুরু হয়েছে ২১,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy M32 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এই ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ। আবার এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৮৫ বা জি৮০ প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। এছাড়া এতে থাকতে পারে ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Samsung Galaxy M32 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ওএস সহ চলবে। ফটোগ্রাফির জন্য এতে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন