iQOO Neo 5 Vitality Edition স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ট্রিপল ক্যামেরার সাথে ২৪ মে লঞ্চ হচ্ছে

Vivo-র সাব ব্র্যান্ড iQOO নিজেদের ঘরেলু মার্কেটে নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিল, যার নাম iQOO Neo 5 Vitality Edition। ফোনটি চীনে ২৪ মে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই চীনে Vivo-র ওয়েবসাইটে iQOO Neo 5 Vitality Edition-এর মাইক্রোসাইট খুলে (পড়ুন ওপেন) দেওয়া হয়েছে। অফিসিয়াল লিস্টিং থেকে ডিভাইসটির ডিজাইন এবং অল্পবিস্তর স্পেসিফিকেশন সামনে এসেছে।

iQOO Neo 5 Vitality Edition: ডিজাইন

আইকো নিয়ো ৫ ভাইটালিটি এডিশন চীনা বাজারে সাদা ও কালো রঙের বিকল্পে পাওয়া যাবে। হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভার্টিকাল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলের ছবি শুধুমাত্র দেখানো হয়েছে। তবে, সাম্প্রতিক রিপোর্ট বলছে, এর ডিসপ্লের বামদিকে পাঞ্চ-হোল কাটআউট থাকবে।

iQOO Neo 5 Vitality Edition: স্পেসিফিকেশন

অফিসিয়াল লিস্টিং বলছে, আইকো নিয়ো ৫ ভাইটালিটি এডিশন কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরে চলবে।মেমোরির জন্য ফোনে ইউএফএস ৩.১ স্টোরেজ থাকবে।

রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, গুগল প্লে কনসোল, চীনের 3C, ও TENAA সার্টিফিকেশন সাইটে স্পট করা Vivo V2118A স্মার্টফোনটি আসলে iQOO Neo 5 Vitality Edition। তাই যদি হয়, তাহলে এটি ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি+ ওলেড ডিসপ্লে, ৪৮+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪,৪৩০ এমএএইচ ব্যাটারি, এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন