Jio Bharat V2 ফোনের মাধ্যমে ১০ কোটি নতুন গ্রাহক পাবে জিও, প্ল্যানের দাম বাড়াতে ভয় পাচ্ছে Airtel ও‌ Vodafone Idea

Jio Bharat V2 ফোনের সাথে "Jio Bharat Platform" লঞ্চ করা হয়েছে

ভারতবর্ষের অন্যতম টেলিকম অপারেটর Reliance Jio, সম্প্রতি JioBharat V2 4G নামের একটি 4G ফিচার ফোন লঞ্চ করেছে, যার দাম ৯৯৯ টাকা। পাশাপাশি এই ফোনের সাথে আকর্ষণীয় অফার দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থাটি। আর এর ফলে ভারতীয় বাজারে আতঙ্ক তৈরি করেছে এই টেলিকম কোম্পানিটি। বিশেষজ্ঞদের মতে, এবার Airtel এবং Vodafone Idea-র 2G গ্রাহকরা Jio-এর প্রতি আকৃষ্ট হতে পারে। আবার একটি ব্রোকারেজ হাউস বলেছে, JioBharat V2 4G সংস্থাকে প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) নতুন গ্রাহক যোগ করতে সাহায্য করতে পারে। এছাড়াও রাজস্বের পরিপ্রেক্ষিতে বাজারের শেয়ার বৃদ্ধিও করতে পারে। JP Morgan নামের এই ব্রোকারেজ হাউস তার রিপোর্টে দাবি করেছে যে, Jio নতুন এই ফোন এনে ভারত Bharti Airtel এবং Vodafone Idea-কে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো বন্ধ করতে বাধ্য করতে পারে।

প্রসঙ্গত, Jio সোমবার ভারতে জিও ভারত ভি২ ৪জি ফোন লঞ্চ করেছে, আর এর দাম রেখেছে মাত্র ৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোনটি ৭ জুলাই থেকে কিনতে পারবেন।

মনে রাখবেন এই ডিভাইসে কেবল জিওর নেটওয়ার্কই সাপোর্ট করবে। আর জিও সিনেমা, জিও সাভানের মত জিওর এন্টারটেইনমেন্ট অ্যাপগুলি ব্যবহার করা যাবে। সংস্থাটি এই ফোনের জন্য ১২৩ টাকার মান্থলি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে, যার ভ্যালিডিটি ২৮ দিন এবং ১২৩৪ টাকার একটি এক বছরের ভ্যালিডিটি বিশিষ্ট বার্ষিক প্ল্যানও নিয়ে এসেছে। জিওর দুটি প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কলের সাথে দৈনিক ০.৫ জিবি ডেটা অফার করা হচ্ছে। সংস্থাটি দাবি করছে যে, এটি অন্য কোম্পানির প্ল্যানের তুলনায় ৩১ শতাংশ সস্তায় সাত গুণ বেশি ডেটা প্রদান করবে।

Jio Bharat V2 4G অন্যান্য টেলিকম অপারেটরদের ফেলতে পারে সমস্যায়

বিশেষজ্ঞদের মতে জিওভারত ভি২ ৪জি ফোনটি নিচের স্তরের বাজার দখল করতে চলেছে। জেপি মরগ্যান তার রিপোর্টে বলেছে, এই ফোনটি ভারতী এয়ারটেলকেও চিন্তায় ফেলে দিয়েছে। কারণ তারা কিছুদিন আগেই তাদের ২জি প্ল্যান-এর দাম ৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করে দিয়েছিল। তারা ভেবেছিল জিও এখন আর ২জি নিয়ে কাজ করছে না, পাশাপাশি ভোডাফোন আইডিয়া প্রতিনিয়ত নিজেদের গ্রাহক হারাচ্ছে। এমন সময় প্ল্যানের দাম বৃদ্ধি করলে ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু এবার এয়ারটেলের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আর তাই তারা আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ট্যারিফের দাম বৃদ্ধি নাও করতে পারে।

২৫ কোটি ভারতীয় উপকৃত হবে

Jio Bharat V2 ফোনের সাথে “Jio Bharat Platform” লঞ্চ করা হয়েছে। যেটি একটি ওপেন প্ল্যাটফর্ম অর্থাৎ এটিকে যেকোনো কোম্পানি বা ব্যক্তি ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করে অন্য কোম্পানিও সস্তায় 4G লঞ্চ করার সুযোগ পাবে। এর দ্বারা ভারতের ২৫ কোটি ভারতীয়কে 2G থেকে মুক্ত করে 4G-তে শিফট করা সহজ হবে। বিশেষজ্ঞরা আশা করছে যে, ভারতে খুব শীঘ্রই জিওর এই 4G মোবাইল 2G ফিচার ফোনের জায়গা দখল করে ফেলবে।

৯৯৯ টাকার Jio Bharat V2 বিশেষত্ব কি ?

জিও জানিয়েছে, তাদের জিওভারত ভি২ ৪জি একটি ৪জি ফোন, যা সম্পূর্ণরূপে ভারতে তৈরি হয়েছে। এই ফোনে দেওয়া হয়েছে এইচডি ভয়েস কলিং, এফএম রেডিও, ১২৮ জিবি এসডি মেমোরি কার্ড সাপোর্টের সুবিধা। এছাড়া এই ৭১ গ্রাম ওজনের ডিভাইসে ৪.৫ সেন্টিমিটারের টিএএফটি স্ক্রিন, ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ১০০০ এমএএইচ ব্যাটারি, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, পাওয়ারফুল লাউড স্পিকার এবং টর্চ-এর সুবিধা পাওয়া যাবে। এই জিওভারত ভি২ ৪জি ফোনের গ্রাহকরা জিও সিনেমার সাবস্ক্রিপশনের পাশাপাশি জিও সাভানের ৪ কোটি গান অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও, ক্রেতারা জিও পে-এর মাধ্যমে ইউপিআই লেনদেনও করতে পারবে। আর ফোনটি ২২টি ভারতীয় ভাষার সাপোর্ট সহ এসেছে।