Tata বনাম Maruti, সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা পেতে দুই সংস্থার হাড্ডাহাড্ডি লড়াই

২০২৪-এর ফেব্রুয়ারিতে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেল শিল্পে বিক্রির প্লাবন ঘটেছে। পরিসংখ্যান অন্তত সে কথাই বলছে। আগের মাসে মোট ৩,৩০,১০৭ ইউনিট নতুন গাড়ি বেচেছে নির্মাতারা। তুলনাস্বরূপ ২০২৩-এর ফেব্রুয়ারিতে বিক্রিবাটার পরিমাণ ২,৯৩,৮০৩ ইউনিট থাকায় চাহিদা বেড়েছে ১২.৩৫%। উল্লেখযোগ্য বিষয় হল, দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে বহুদিন বাদে পুনরায় নিজের খেতাব অর্জন করেছে Maruti Suzuki WagonR। গত মাসে ১৯,৪১২টি এই গাড়ি বেচেছে মারুতি।

ভারতের বেস্ট-সেলিং গাড়ি Maruti Suzuki WagonR

এসইউভি গাড়ির রমরমা বাজারেও দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আজও হ্যাচব্যাক মডেলেই ভরসা রাখছেন। বছরের দ্বিতীয় মাসে এসেও তেমনটাই দেখা গেল। অবশ্য ফেব্রুয়ারির বেস্ট সেলিং গাড়ির তালিকার দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে Tata Punch। গত মাসে এটির ১৮,৪৩৮ ইউনিট বিক্রি হয়েছে। বর্তমানে আবার এটি দেশের বেস্ট সেলিং এসইউভি। পাঞ্চ এবং ওয়াগনআর এর মধ্যে ব্যবধান ১,০০০-এরও কম। ফলে টাটা ও মারুতির মধ্যে লড়াই জমে উঠেছে।

তিন নম্বরে উঠে এসেছে Maruti Suzuki Baleno-এর নাম। এই প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটির মোট ১৭,৫১৭ ইউনিট বিক্রি হয়েছে। তবে আগের বছর ওই সময়ে সেটা ১৮,৫৯২ থাকার কারনে এবারে বিক্রিতে ৬% পতন ঘটেছে। চতুর্থ স্থানে বিরাজমান Maruti Suzuki Dzire। এর বিক্রির পরিমাণ ছিল ১৫,৮৩৭ ইউনিট।

পরবর্তী স্থানে জায়গা পেয়েছে Maruti Suzuki Brezza। আগের মাসে মোট ১৫,৭৬৫ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে মডেলটি। ষষ্ঠ স্থানে উঠে এসেছে Maruti Suzuki Ertiga। গত মাসে এই গাড়ির চাবি মোট ১৫,৫১৯ ক্রেতার হাতে তুলে দিতে পেরেছে মারুতি। সাত নম্বরে জায়গা পেয়েছে Hyundai Creta । আগের মাসে মোট ১৫,২৭৬ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে মডেলটি।

অষ্টম স্থানে উঠে এসেছে Mahindra Scorpio। মোট ১৫,০৫১ জন গ্রাহক গাড়িটি আপন করেছেন গত মাসে। তালিকার নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Tata Nexon ও Maruti Suzuki Fronx। এগুলির বেচাকেনার পরিমাণ গিয়েছে যথাক্রমে ১৪,৩৯৫ ইউনিট ও ১৪,১৬৮ ইউনিট।