Jio, Airtel-এর পয়সা উসুল প্ল্যান! 5 টাকা গড় খরচে পুরো বছরের রিচার্জ, সাথে Unlimited ডেটা ফ্রি

এই কর্মব্যস্ত জীবনে বারবার (পড়ুন প্রতিমাসে) মোবাইল রিচার্জ করাটা বেশ ঝক্কির ব্যাপার। এদিকে একবারে বার্ষিক প্ল্যান রিচার্জ করতে হলেও একসাথে অনেকগুলো টাকা খরচ করতে হয়। সেক্ষেত্রে আপনিও যদি এই বিষয়টি নিয়ে হয়রান হয়ে পড়েন এবং এখন রিচার্জের জন্য সস্তায় লাভজনক কোনো প্ল্যানের খোঁজ করেন, তাহলে আমাদের আজকের এই খবরটি আপনার কাজে আসবে। কারণ এখানে আমরা Reliance Jio এবং Bharti Airtel-এর দুটি খুব সস্তা প্ল্যান সম্পর্কে কথা বলব, যেগুলি বাজারে ‘পয়সা উসুল প্ল্যান’ হিসেবে পরিচিত; বিশেষ বিষয় হল যে, এই দুটি প্ল্যানের দৈনিক খরচ ৫ টাকারও কম। তো আসুন, ঝটপট Airtel এবং Jio-র এই বিশেষ প্ল্যানগুলির কথা বিশদে জেনে নিই…

সস্তায় বারবার রিচার্জের ঝামেলা এড়াবে এই দুই প্ল্যান

  • ১,৭৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যান: এটি সংস্থার বার্ষিক রিচার্জ প্ল্যান যা ৩৬৫ দিনের বৈধতার সাথে আসে। এতে ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩,৬০০টি এসএমএস অফার করে। এছাড়াও এই এয়ারটেল প্ল্যানটিতে বিনামূল্যে Apollo 24|7 Circle-এর সাবস্ক্রিপশন, Fastag-এ ক্যাশব্যাক, ফ্রি HelloTunes এবং Wynk Music-এর অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে।
  • ১,৫৫৯ টাকার Jio প্রিপেইড প্ল্যান: জিওর এই প্ল্যানটি ৩৩৬ দিনের বৈধতার সাথে আসে। এদিকে এতে সর্বমোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং মোট ৩,৬০০টি এসএমএসের সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, এটি JioCinema, JioCloud ইত্যাদি জিও অ্যাপের কম্প্লিমেন্টরি সাবস্ক্রিপশনও অফার করবে।

উল্লেখ্য, ডেটা সুবিধার দিক দিয়ে এই দুটি প্ল্যান ততটা লাভজনক নাও মনে হতে পারে। তবে যদি আপনি বেশি মোবাইল ডেটা ব্যবহার না করেন বা আপনার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন থাকে, তাহলে এগুলি নিজের মোবাইল নম্বর সক্রিয় রাখার জন্য সস্তায় ভালো বিকল্প – গড়ে এয়ারটেলের প্ল্যানের দৈনিক খরচ ৪.৯২ টাকা, যেখানে জিওর জন্য রোজ ৪.৭৫ টাকা দিতে হবে। তাছাড়া আপনার কাছে ৫জি (5G) ফোন থাকলে এই দুটি প্ল্যান রিচার্জে আনলিমিটেড হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। আর ঘন ঘন রিচার্জের চিন্তা থেকে মুক্তির বিষয়টি তো আছেই!