৫ হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 9R, সীমিত সময়ের অফার

‘চীনের অ্যাপল’ নামে খ্যাত OnePlus ব্র্যান্ড, বছরের প্রথম দিনেই ভারতীয় ক্রেতাদের জন্য নিয়ে এলো একটি বিশেষ লোভনীয় অফার। সংস্থাটি হালফিলে তাদের OnePlus 9 সিরিজের মোট তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। এই তালিকায় সামিল আছে – OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9R। আগ্রহীদের জানিয়ে রাখি, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (oneplus.in) এবং ই-কমার্স সাইট Amazon এর মাধ্যমে এই বিশেষ অফারের লাভ ওঠাতে পারবেন আপনারা।

তবে আগেই বলে দিই, সংস্থার নিজস্ব সাইটের তুলনায় অনলাইন শপিং সাইটটি এক্ষেত্রে অতিরিক্ত ছাড় দিচ্ছে। যেমন, ICICI ও Kotak Mahindra ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর আরো ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। আর, পুরোনো ফোনের পরিবর্তে উল্লেখিত স্মার্টফোন তিনটির মধ্যে একটি কিনলে দেওয়া হবে ১৯,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ফলে আপনাদের মধ্যে যারা OnePlus স্মার্টফোনের ‘ফ্যান’ বা পুরোনো মোবাইল থেকে নতুন স্মার্টফোনে আপগ্রেড হওয়ার ইচ্ছা রাখেন, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। চলুন এবার এই অফার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস স্মার্টফোন অফার (OnePlus smartphones Offer)

OnePlus 9 : ওয়ানপ্লাস ৯ ফোনে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৫৫ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এতে থাকছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ সহ কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ কাস্টম স্কিনে রান করে। ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাসের এই ৫জি স্মার্টফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ডুয়েল সিমের OnePlus 9 5G হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : OnePlus 9 স্মার্টফোনকে ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু সীমিত সময়ের জন্য এটিকে ৪৪,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। অর্থাৎ ৫,০০০ টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।

OnePlus 9 Pro : ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (১,৪৪০x৩,২১৬ পিক্সেল) ফ্লুইড ২.০ (Fluid 2.0) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ৯০.৩% স্ক্রিন-টু-বডি রেশিও, ২০:৯ এসপেক্ট রেশিও, ৫২৩ পিপিআই পিক্সেল ডেনসিটি, HDR10+ এবং LTPO টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও আড্রেনো ৬৬০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১.২.৭.৮ কাস্টম ওএস -এ চলবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনের ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। একই সাথে ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওয়ানপ্লাসের এই ৫জি স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি IP68 সার্টিফাইড। তাই ফোনটি জল ও ধুলো রোধ করতে সক্ষম।

দাম : OnePlus 9 Pro স্মার্টফোনের আসল দাম ৬৪,৯৯৯ টাকা। এই অফারের দৌলতে এটিকে এখন মাত্র ৫৯,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে।

OnePlus 9R : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ কাস্টম ওএস চালিত ওয়ানপ্লাস ৯আর স্মার্টফোনে দেওয়া হয়েছে, একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফ্লুইড (Fluid) ডিসপ্লে। এই ডিসপ্লের, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, এসপেক্ট রেশিও ২০:৯ এবং এটি কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ এসেছে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য, ওয়ানপ্লাসের এই ফোনে এড্রেনো ৬৫০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার, ফটোগ্রাফির জন্য এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর, ১২৩° ফিল্ড-অফ-ভিউ সহ ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। একই ভাবে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং সেন্সর। তদুপরি, সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৬৫ ওয়াট র‌্যাপ চার্জ সাপোর্ট করে।

দাম : OnePlus 9R ফোনের প্রকৃত মূল্য ৩৯,৯৯৯ টাকা। কিন্তু এখন এই মডেলকে মাত্র ৩৬,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এই দাম ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের।