Hyundai-এর ফের চমক, টার্বো ইঞ্জিন ও 35টি সেফটি ফিচার্সের সঙ্গে লঞ্চ করল নতুন i20 N Line

হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) আজ চুপিসারে i20 N Line Facelift লঞ্চ করল। ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়নশিপ বা ডব্লিউআরসি (WRC) থেকে অনুপ্রাণিত হয়ে প্রিমিয়াম হ্যাচব্যাকটির ফেসলিফ্ট লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। N6 নামের ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯,৪৯০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। নতুন ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে ম্যানুয়াল এবং ডিসিটি গিয়ারবক্স অপশনে বেছে নেওয়া যাবে এটি। আর টপ-স্পেক ভ্যারিয়েন্ট N8 কিনতে খরচ হবে ১২,৩১,৯০০ টাকা (এক্স-শোরুম)।

নতুন Hyundai i20 N Line Facelift লঞ্চ হল

ডব্লিউআরসি থেকে অনুপ্রাণিত Hyundai i20 N Line-এ দেওয়া হয়েছে নতুন এলইডি হেডল্যাম্প, সিগনেচার এলইডি ডিআরএল, N-ব্র্যান্ডিং সহ ১৬ ইঞ্চি অ্যালয় হুইল ও নয়া ডিজাইনের ফ্রন্ট গ্রিল। হ্যাচব্যাকটি একাধিক রঙের বিকল্পে হাজির হয়েছে – অ্যাবিস ব্ল্যাক (নতুন), অ্যাটলাস হোয়াইট, টাইটান গ্রে, থান্ডার ব্লু, স্ট্যারি নাইট, অ্যাবিস ব্ল্যাক রুফ সহ অ্যাটলাস হোয়াইট এবং অ্যাবিস ব্ল্যাক রুফ সহ থান্ডার ব্লু।

নতুন Hyundai i20 N Line-এ অফার করা হয়েছে রেড ইনসার্ট সহ ব্ল্যাক ইন্টেরিয়র, N-Logo সহ লেদার সিট, লেথার র‍্যাপ গিয়ার শিফ্টার, ৩-স্পোক লেদার র‍্যাপড স্টিয়ারিং হুইল এবং রেড অ্যাম্বিয়েন্ট লাইট। সুরক্ষার কথা মাথায় রেখে ৩৫টি স্ট্যান্ডার্ড সেফটি ফিচার বর্তমান। যেমন ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম হাইলাইন, অল ডিস্ক ব্রেক এবং অটোমেটিক হেডল্যাম্প।

নতুন Hyundai i20 N Line-এ আবার ৬০+ কানেক্টেড ফিচার অফার করা হয়েছে। যার মধ্যে আছে ১২৭ এমবেডেড ভিআর কমান্ড, ৫২ হিংলিশ ভয়েস কমান্ড, সাতটি অ্যাম্বিয়েন্ট ন্যাচারাল সাউন্ড, ম্যাপ এবং ইনফোটেনমেন্টের জন্য ওভার দ্য এয়ার আপডেট, ১০টি স্থানীয় ও ২টি ইন্টারন্যাশনাল ভাষা, সি-টাইপ চার্জার ইত্যাদি।

পারফরম্যান্সের কথা বললে, নতুন Hyundai i10 N Line-এ উপস্থিত Kappa ১.০ লিটার Turbo GDi পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১২০ পিএস শক্তি এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন হবে। পাওয়ারট্রেনের সাথে রয়েছে ৬-গতির ম্যানুয়াল গিয়ার বক্স। N6 ও N8 আবার সেভেন স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যাবে।