NASA Artemis 1 Live: চাঁদে আজ পাড়ি জমাচ্ছে আর্টেমিস ১, দেখুন লঞ্চের লাইভ সম্প্রচার

প্রথমবারের ব্যর্থতা কাটিয়ে আজ আবারও চাঁদের উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত মার্কিন মহাকাশ সংস্থা NASA -র Artemis 1 SLS রকেট। ইতিপূর্বে গত ২৯শে আগস্ট NASA পরবর্তী প্রজন্মের এই রকেট লঞ্চে উদ্যোগী হয়। তবে রকেটের ইঞ্জিনে কিছু ত্রুটি দেখা দেওয়ায় লঞ্চ প্রক্রিয়াটি স্থগিত রাখতে হয়। যদিও নাসা’র (NASA) তরফ থেকে আজ ফের একবার Artemis 1 SLS চন্দ্রাভিযান লঞ্চের আয়োজন করা হয়েছে, যার লাইভ সম্প্রচার আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।

উল্লেখ্য, চাঁদে মানববসতি নির্মাণের স্বপ্নকে সফল করতে নাসার সাম্প্রতিক আর্টেমিস ১ চন্দ্রাভিযান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভবিষ্যৎ গবেষণার জন্য এই মিশনে Orion স্পেসক্রাফ্টের সঙ্গে পরীক্ষামূলকভাবে দুটি নারী ও একটি পুরুষ মানব-প্রতিরূপ প্রেরণ করা হচ্ছে। তাছাড়া জীববিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধানের জন্য এর সাথে চাঁদে পাঠানো হচ্ছে – গাছের বীজ, ঈস্ট, ছত্রাক, শৈবাল প্রভৃতি উপাদান।

Artemis 1 লঞ্চের লাইভ সম্প্রচার দেখার সময় ও পদ্ধতি জেনে নিন

ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী, আজ ৩রা সেপ্টেম্বর দুপুর ৩:১৫ থেকে (ইস্টার্ন টাইম জোন/EDT অনুযায়ী ভোর ৫:৪৫) মার্কিন স্পেস এজেন্সি নাসা, আর্টেমিস ১ লঞ্চের লাইভ কভারেজ ভিডিও সম্প্রচার করবে। এর কিছু ঘন্টা বাদে ভারতীয় প্রমাণ সময় রাত্রি ১১:৪৭ নাগাদ ফ্লোরিডার (US) কেপ ক্যানাভেরালস্থিত ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে আর্টেমিস ১ চাঁদের উদ্দেশ্যে সফরে রওনা দেবে। সেক্ষেত্রে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আগ্রহীরা এই সম্প্রচার প্রত্যক্ষ করতে পারবেন। তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার মারফতও আলোচ্য সম্প্রচার দেখা যাবে।

সর্বোপরি ফেসবুকের মাধ্যমেই উৎসাহীরা আর্টেমিস ১ স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট উৎক্ষেপণের ৩৬০ -ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি (VR) স্ট্রিমিং ভিডিও উপভোগ করতে পারবেন। লঞ্চের ৯০ মিনিট আগে ফেলিক্স অ্যান্ড পল স্টুডিও (Felix&Paul Studios) এই লাইভ-স্ট্রিমিং শুরু করবে।

সুতরাং, Artemis 1 লঞ্চের লাইভ স্ট্রিমিং প্রত্যক্ষ করতে হলে উৎক্ষেপণের নির্ধারিত সময়ের আগেই উপরোক্ত ঠিকানাগুলিতে চোখ রাখুন।