হ্যাকারদের নাগালে ব্যক্তিগত মেসেজ, প্লে স্টোর থেকে সরানো হল ১০ কোটি ডাউনলোডের এই অ্যাপ

দৈনন্দিন জীবনের অনেক কঠিন কাজ অনায়াসেই আমরা অ্যাপের মাধ্যমে করে থাকি। তবে শুধু কঠিন কেন, ফোন বা মেসেজিং-এর মতো সাধারণ কাজের জন্যও আমরা এই সমস্ত অ্যাপ ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ধরনের কোন অ্যাপের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। জনপ্রিয় থার্ড-পার্টি SMS অ্যাপ GO SMS Pro-তে সম্প্রতি এমনই একটি প্রাইভেসির সমস্যা ধরা পড়েছে। Trustwave-এর সিকিউরিটি রিসার্চাররা এই সমস্যার বিষয়ে আলোকপাত করেছেন। তাঁদের মতে, এই অ্যাপে এমন একটি সমস্যা রয়েছে, যার ফলে হ্যাকাররা খুব সহজেই ইউজারের ব্যক্তিগত মেসেজ, ছবি ও ভিডিওর অ্যাক্সেস পেয়ে যেতে পারে। কার্যত, একটি লিংকের মাধ্যমেই হ্যাকাররা এই অ্যাপের যে কোনো ইউজারের তথ্য পেয়ে যেতে পারে।

GO SMS Pro ভার্সন ৭.৯১-এ এই সমস্যা ধরা পড়েছে। এমনিতে ইউজাররা তাদের মেসেজ আদানপ্রদান অ্যাপের মধ্যে দেখতে পায়। কিন্তু এই সমস্যার ফলে যারা ইউজার নয় তারাও একটি লিংকের মাধ্যমে মেসেজের কনটেন্ট দেখতে পারবে। কিন্তু সমস্যাটা হল GO SMS Pro অ্যাপ থেকেই এই লিংক তৈরি হয়। লিংকটি কোনভাবে হ্যাক করা গেলেই যে কেউ অন্যান্য ইউজারদের মেসেজ ইত্যাদি দেখতে পাবে। বলাই বাহুল্য, হ্যাকারদের পক্ষে এটা বাঁ হাতের খেল। ফলে বিপুল পরিমাণ তথ্য অসুরক্ষিত হয়ে পড়েছে এই অ্যাপের কারণে।

GO SMS Pro অ্যাপের এই সমস্যা কিন্তু নতুন নয়, বেশ কয়েক মাস আগেই এই সমস্যা তুলে ধরেছিল SpiderLabs-এর রিসার্চাররা। কিন্তু তখন কোম্পানির তরফ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। ফলে এই সময়কালের মধ্যে কতজন ইউজারের তথ্য হ্যাক হয়েছে সে সম্বন্ধেও কিছু জানা যাচ্ছে না, যা এই সমস্যাকে আরো গুরুতর করে তুলেছে। তবে এবার সমস্যাটিকে নিয়ে চিন্তাভাবনা করছে অ্যাপ ডেভেলপাররা। আশা করা যায় শীঘ্রই এই সমস্যার সমাধান করে ফেলবে তারা।

প্রসঙ্গত, প্লে স্টোরে Go SMS Pro অ্যাপটি ১০০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। সুতরাং এই সমস্যার ফলে অনেকেই প্রভাবিত হয়েছেন। এই ঘটনার পর Google প্লে স্টোর থেকে অ্যাপটি সরিবে নিয়েছে। আপনার ফোনে যদি আগে থেকেই অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে আন-ইনস্টল করে ফেলাই বুদ্ধিমানে কাজ হবে। GO SMS Pro অ্যাপের এই সমস্যা থেকেই ইউজারদের বোঝা উচিত যে থার্ড-পার্টি SMS অ্যাপগুলির উপর ভরসা করা যায় না। সাধারণত সব ফোনেরই নিজস্ব SMS অ্যাপ থাকে। অন্য কোন অ্যাপ ইনস্টল না করে সেই অ্যাপগুলিই ব্যবহার করা উচিত।