‘Ultimage’ প্রযুক্তির সঙ্গে দেশে আসছে Tecno Camon 20 সিরিজ, ক্যামেরা দেখাবে কামাল

গত সপ্তাহে, টেকনো (Tecno) তাদের Camon 20 সিরিজটি উন্মোচন করেছে। লেটেস্ট লাইনআপে Camon 20 Premier 5G, Camon 20 Pro 5G, Camon 20 Pro এবং Camon 20 নামে চারটি মডেল এসেছে৷ ক্যামেরা ফিচার্সের জন্য Tecno Camon সিরিজ যে বিশেষভাবে পরিচিত, সেই ইঙ্গিত নাম দেখলেই ইঙ্গিত পাওয়া যায়। নয়া ফোনগুলিও এর ব্যতিক্রম নয়, কারণ Camon 20 সিরিজ তিনটি চিত্তাকর্ষক ক্যামেরা-কেন্দ্রিক ফিচার সহ এসেছে, যেটিকে ব্র্যান্ড একত্রে ‘আল্টিমেজ’ (Ultimage) হিসাবে বাজারজাত করেছে। আসুন এই আকষর্ণীয় ফিচার-সমষ্টির বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Tecno Camon 20 সিরিজের ‘Ultimage’ ফিচার অফার করবে উন্নত ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স

টেকনো আজ ভারতে আয়োজিত এক সম্মেলনে ‘আল্টিমেজ’ ফিচারগুলির ওপর আলোকপাত করেছে। এর সাথেই কোম্পানি দেশে এই ফোনগুলির লঞ্চের টাইমলাইনের ইঙ্গিতও দিয়েছে। আল্টিমেজের অর্থ ‘আল্টিমেট ইমেজিং এক্সপেরিয়েন্স’। ব্র্যান্ডটি ক্যামন ২০ সিরিজে ‘আলটিমেট স্ট্যাবিলাইজেশন’, ‘আলটিমেট পোর্ট্রেট’ এবং ‘আলটিমেট নাইট শট’ প্রদান করতে সেন্সর এবং এআই (AI) প্রসেসিং ব্যবহার করেছে।

জানিয়ে রাখি, প্রথম এবং তৃতীয় ফিচার অর্থাৎ, ‘আলটিমেট স্ট্যাবিলাইজেশন’ এবং ‘আল্টিমেট ইমেজিং এক্সপেরিয়েন্স’ হাই-এন্ড টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি-এর জন্য এক্সক্লুসিভ, কারণ এগুলির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার শুধুমাত্র এই ফোনেই উপলব্ধ৷ হ্যান্ডসেটটি সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ১/১.৫৬ ইঞ্চির রেড-গ্রীন-ব্লু-হোয়াইট বা আরজিবিডাব্লিউ (RGBW) প্রাইমারি সেন্সর সহ এসেছে।

অন্যদিকে, পোর্ট্রেট ফিচারটি সবকটি মডেলেই পাওয়া যাচ্ছে। অ্যালগরিদম আপগ্রেড ছাড়াও, ফোনগুলি পাঁচের বেশি নতুন ফিল্টার এবং ‘ইমেজ রিপেয়ার’ ফিচার সহ এসেছে। সব শেষে, টেকনো জানিয়েছে যে নতুন ক্যামন স্মার্টফোনগুলি মে মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হবে। কোম্পানিটি দ্বারা প্রকাশিত প্রেস রিলিজে উল্লিখিত ডিভাইসগুলি দেখে মনে করা হচ্ছে, কোম্পানি Tecno Camon 20 Pro ভ্যারিয়েন্টের 4G ভার্সন নাও লঞ্চ করতে পারে। তাই ভারতে সম্ভবত Camon 20 সিরিজের চারটি মডেলের পরিবর্তে তিনটি মডেল আসবে।