লঞ্চের আগে Oppo Reno 7 এর দাম ফাঁস, সামনে এল Reno 7 Pro ও Reno 7 Pro+ এর বিশেষত্ব

Oppo Reno 7 সিরিজ নিয়ে চর্চা অব্যাহত। পুরনো Reno 6 সিরিজের ফোনে যে সব খামতি ছিল, সেগুলি ইমপ্রুভ করে Reno 6 লাইনআপকে বাজারে এনে হিট করানোর লক্ষ্যেই এগোচ্ছে Oppo। যেটুকু খবর এই সিরিজে Oppo Reno 7, Oppo Reno 7 Pro, ও Oppo Reno 7 Pro+ মডেলের তিনটি হ্যান্ডসেট থাকতে পারে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সৌজন্যে এই ফোনগুলির বিষয়ে নানা তথ্য সামনে আসছে। টিপস্টারের পোস্ট থেকেই আজ Pro ও Pro+ ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু নতুন তথ্য জানা সম্ভব হয়েছে। একইসঙ্গে বেস মডেল বা Reno 7-এর দাম কত হতে পারে, তার একটি ধারণা পাওয়া গিয়েছে।

ওপ্পো রেনো ৭ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Reno 7 Series expected Specifications)

Reno 7

এই সিরিজে রেনো ৭ সবচেয়ে হালকা ফোন হবে। ওজন হবে ১৭১ গ্রাম৷ ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে এই ফোন।

Reno 7 Pro

রেনো ৭ প্রো-এর ওজন হবে ১৮৫ গ্রাম। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকতে পারে।

Reno 7 Pro+

সিরিজের হাই-এন্ড মডেল রেনো ৭ প্রো প্লাস ফোনে দেওয়া হবে একটি কাস্টমাইজড ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা ও ৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে।

ওপ্পো রেনো ৭ এর সম্ভাব্য দাম (Oppo Reno 7 expected price)

ওপ্পো রেনো ৭-এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হতে পারে ৩,০০০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৪,৮৭১ টাকা। এটি ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, দাম ৩,৩০০ (প্রায় ৩৮,৩৫৯) ইউয়ান হতে পারে।