প্রতিটি সরকারি অফিসে বসবে EV চার্জিং স্টেশন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ দিতে সিদ্ধান্ত দিল্লির

দুর্বিষহ পরিবেশ দূষণ রাজধানী দিল্লির মানুষের জীবন যন্ত্রণার একটি অন্যতম কারণ। দূষণের সাথে মোকাবিলা করে রাজ্যের বাসিন্দাদের সতেজ আবহাওয়া প্রদান করতে তৎপর দিল্লি সরকার। তার জেরে বিভিন্ন সময়ে নানাবিধ নির্দেশিকা জারি করেছে সরকার। রাজ্যের পেট্রল-ডিজেল চালিত যানবাহন থেকে নির্গত দূষণ কমানোই প্রধান লক্ষ্য এখন। কিন্তু এর বিকল্প পথ হিসেবে বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা বাড়াতে হলে রাজ্যে পর্যাপ্ত ইভি চার্জিং স্টেশন থাকা বাঞ্ছনীয়। তাই এবার রাজধানীকে ‘বৈদ্যুতিক যানবাহনের শহর’ বানাতে সমস্ত রাজ্য সরকারি অফিসে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার।

দিল্লির সমস্ত রাজ্য সরকারি অফিসে আগামী তিন মাসের মধ্যেই ইলেকট্রিক স্টেশন গড়ে তোলার কাজ সম্পন্ন করা হবে। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী কৈলাস গেহলট (Kailash Gahlot) বলেছেন, “সরকারি কর্মচারীরা অফিসে কাজ চলাকালীন তাঁদের ইলেকট্রিক যানবাহন চার্জে দিতে পারবেন।” তিনি যোগ করেছেন, “মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-এর লক্ষ্য পূরণ করতে সমগ্র রাজ্যে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। দিল্লিতে ইভি চার্জিং স্টেশন বসানোর কাজ দ্রুত চলছে।”

গেহলট আরও বলেছেন, “সরকারি কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষও এই চার্জিং স্টেশনগুলি থেকে গাড়ি চার্জ করাতে পারবেন।” দিল্লি প্রশাসনের এই নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত দপ্তরকে তাদের কার্যালয়ে চার্জিং স্টেশন বসানোর জন্য একটি উপযুক্ত জায়গা দেখাতে হবে। কারণ তিন মাসের মধ্যেই সমস্ত সরকারি দপ্তরের কার্যালয়ে এটি বসানোর কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে। Discom-কে সমস্ত চার্জিং স্টেশনগুলিতে প্রত্যেক চার্জিং পয়েন্ট পিছু ৬,০০০ টাকার ভর্তুকি দেওয়া হবে। Discom হল দিল্লি সরকার এবং কয়েকটি বেসরকারি সংস্থার জোট।

সরকারি সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর-নভেম্বরের মধ্যে দিল্লিতে সিএনজি এবং ডিজেল চালিত যানবাহনের তুলনায় বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেশি হয়েছে। যার ফলে এই জাতীয় গাড়ির বিক্রি শতকরা ৯.২% বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে দিল্লিতে বৈদ্যুতিক যানবাহন বিক্রির পরিমাণ যথাক্রমে ২,৮৭৩, ৩,২৭৫ এবং ৩,৩৯২।