iQOO 8 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সেপ্টেম্বরে ভারতে আসছে, ফিচার জানলে না কিনে থাকতে পারবেন না

Vivo-র সাব ব্র্যান্ড iQOO গত সপ্তাহে তাদের ঘরেলু মার্কেটে iQOO 8 এবং iQOO 8 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের ফোনে রয়েছে দুর্দান্ত ডিসপ্লে, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর। এহেন ফিচারের ঠাসা ফোনগুলি চীনের বাইরে কবে লঞ্চ হবে সে সম্পর্কে এতদিন কোনো তথ্য ছিল না। তবে ভারতীয় এক টিপস্টার দাবি করেছেন যে, iQOO 8 ফোনটি সেপ্টেম্বরে ভারতে আসতে চলেছে।

iQOO 8 সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হচ্ছে

টিপস্টার দেবায়ন রয় জানিয়েছেন, তিনি পুরোপুরো নিশ্চিত যে, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হবে আইকো ৮ ফোনটি। এছাড়া তার দাবি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফোনটি ভারতে আসবে। উল্লেখ্য, আইকো ৮ কে এর আগে I2019 মডেল নম্বর সহ IMEI ডেটাবেসে দেখা গিয়েছিল। তখন থেকেই ফোনটি ভারতে আসবে বলে অনুমান করা হচ্ছিলো।

iQOO 8 স্পেসিফিকেশন ও দাম

চীনে লঞ্চ হওয়ার সুবাদে আমরা আইকো ৮-এর স্পেসিফিকেশন জানি। এই ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১২০০ নিটস ও কনট্রাস্ট রেশিও ৬,০০০,০০০:১। ফাস্ট পারফরম্যান্সের জন্য আইকো ৮ ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যায়।

ক্যামেরার কথা বললে iQOO 8 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX598 গিম্বল ক্যামেরা, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ও ১৩ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।ফোনের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

iQOO 8 স্মার্টফোনটি ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি মাত্র ১৮ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। iQOO 8-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩,৭৯৯ ইউয়ান (প্রায়, ৪৩,৫৩০ টাকা)৷ যেখানে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪,১৯৯ ইউয়ানে (প্রায় ৪৮,০৮৮ টাকা) পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন