পাকাপাকি ভাবে দাম কমলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi 11 Prime 5G ফোনের

Xiaomi অধীনস্ত সংস্থা Redmi তাদের Prime সিরিজের প্রথম 5G স্মার্টফোনের দাম একধাক্কায় অনেকটাই কমিয়ে দিল। আজ্ঞে হ্যাঁ! Redmi 11 Prime 5G স্মার্টফোন এখন আরও সস্তায় পাওয়া যাবে। ভারতের বাজারে ‘সবচেয়ে সস্তার 5G ফোন’ হিসাবে আগত এই হ্যান্ডসেটকে ১৪,০০০ টাকারও কম প্রারম্ভিক মূল্যের সাথে ২টি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। আর এখন ফোনটির উভয় ভ্যারিয়েন্টের দাম স্থায়িভাবে ১,০০০ টাকা কমানো হয়েছে।

প্রসঙ্গত, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসা এই Redmi স্মার্টফোনকে ইতিমধ্যেই হ্রাসপ্রাপ্ত বিক্রয় মূল্যের সাথে Xiaomi India -এর অফিসিয়াল অনলাইন স্টোরে তালিকাভুক্ত হতে দেখা গেছে। পাশাপাশি অনলাইন শপিং সাইট Amazon -এও এটিকে এখন নতুন দামের সাথে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, আলোচ্য ই-কমার্স সাইট থেকে এই 5G ফোনটি কিনলে ক্রেতাদের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ দেওয়া হবে। চলুন Redmi 11 Prime 5G স্মার্টফোনের নতুন দাম জেনে নেওয়া যাক।

Redmi 11 Prime 5G স্মার্টফোনের নতুন দাম

রেডমি ১১ প্রায় ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ বিকল্পের সাথে ভারতে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা রাখা হয়েছিল। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয় ১৫,৯৯৯ টাকা। তবে সাম্প্রতিক মূল্য হ্রাসের পর উভয় স্টোরেজ কনফিগারেশনকেই ফ্লাট ১,০০০ টাকা কম খরচ করে কিনে নেওয়া যাবে। অর্থাৎ ফোনটির ৪ জিবি এবং ৬ জিবি র‌্যাম বিকল্পকে এখন যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

প্রসঙ্গত, খরিদ্দারীর সময়ে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতাদের ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ১,০০০ টাকার ছাড় দেওয়া হবে। যার দরুন এই ৫জি-এনাবল ফোনকে এখন ১১,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনা যাবে। এটি থান্ডার ব্ল্যাক, মেডো গ্রিন এবং ক্রোম সিলভার কালারে এসেছে।

Redmi 11 Prime 5G -এর স্পেসিফিকেশন

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ ৭এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত রম পাওয়া যাবে। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের উপরের দিকে থাকা নচ কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষণীয়।

রেডমি আনীত এই ৫জি স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। আর পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৪x৭৬.১x৮.৯ মিমি এবং ওজন ২০০ গ্রাম।