JioPhone Next এর প্রি-বুকিং শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে, দাম ও ফিচার জেনে নিন

Reliance Jio আগামী ১০ সেপ্টেম্বর ভারতে সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোন, JioPhone Next নিয়ে আসছে। Google-এর সাথে হাত মিলিয়ে এই ফোনটি ডেভলপ করেছে Jio। সম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী সপ্তাহ থেকেই ভারতে এই স্মার্টফোনের প্রি-বুকিং শুরু হবে। যেহেতু ১০ সেপ্টেম্বর JioPhone Next লঞ্চ হবে, তাই কোম্পানি এক সপ্তাহ আগেই যে ফোনটির প্রি-বুকিং চালু করবে এমনটা স্বাভাবিক।

JioPhone Next এর প্রি-বুকিং তারিখ ও দাম

৯১মোবাইলস তাদের প্রতিবেদনে জিওফোন নেক্সট স্মার্টফোনের প্রি-বুকিংয়ের টাইমলাইন প্রকাশ করলেও, নির্দিষ্ট তারিখ জানাতে পারেনি। ফোনটি বিভিন্ন রিটেল স্টোর থেকে প্রি-বুকিং করা যাবে। ভারতে জিওফোন নেক্সট স্মার্টফোনের দাম ৩,৪৯৯ টাকা রাখা হবে বলে জানা গেছে।

JioPhone Next এর স্পেসিফিকেশন ও ফিচার

জিওফোন নেক্সট অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম সহ চলবে। এই ফোনে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে দেখা যেতে পারে। আবার এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ (QM215) চিপসেট। এআরএম কর্টেক্স এ৫৩ কোর সহ আসা এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড ১.৩ গিগাহার্টজ। জিওফোন নেক্সট ২ জিবি ও ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটো ও ভিডিও-র জন্য JioPhone Next সম্ভবত ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ২,৫০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে। এতে ডুয়েল সিম সাপোর্ট করবে। JioPhone Next ফোনে গুগল ডুও গো, গুগল ক্রোম গো এবং গুগল ক্যামেরা গো-এর মত জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলি প্রি-ইনস্টল থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন