R15-এর পর এবার FZ সিরিজের 150 সিসি ও 250 সিসি মোটরসাইকেলের দাম বাড়াল Yamaha

Yamaha R15 V4 স্পোর্টস বাইকের সাথে সাথে এবার FZ সিরিজের মোটরসাইকেলের মূল্যবৃদ্ধির ঘোষণা করল ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)। FZ-FI এবং FZ 25 লাইনআপের দু’টি ভ্যারিয়েন্ট এবং FZ-X এর দাম বাড়ানোর কথা জানিয়েছে জাপানের দু’চাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। নীচে সেগুলির নতুন ও পুরনো মূল্য দেওয়া হল।

Yamaha FZ-FI

Yamaha FZ-FI Base ভ্যারিয়েন্টের দাম বাড়েনি। সেটি আগের মতো ১,০৯,৯০০ টাকায় উপলব্ধ। তবে FZS-FI Standard এবং FZS-FI Deluxe ভার্সনের দাম ১,০০০ টাকা বেড়ে বর্তমানে ১,১৮,৪০০ টাকা ও ১,২১,৪০০ টাকায় এসে দাঁড়িয়েছে‌।

Yamaha FZ-X

গত বছর জুনে দেশের বাজারে আসা ইয়ামাহার একমাত্র রেট্রো-রোডস্টার ডিজাইনের মোটরসাইকেল FZ-X এর দাম ১,০০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম ১,২৭,৮০০ টাকা।

Yamaha FZ 25

FZ 25 Monster Energy এডিশনের দাম অপরিবর্তিত (১,৩৮,৮০০ টাকা)। তবে FZ 25 এবং FZS 25 উভয়ের দাম ১,৫০০ টাকা বেড়ে হয়েছে ১,৪৩,৩০০ টাকা এবং ১,৪৭,৮০০ টাকা।

উপরিউক্ত নতুন দামের তালিকায় দেখা যাচ্ছে FZ-FI ও FZ 25 Monster Energy-র দাম বাড়ানো হয়নি। বাকি মডেলগুলির মূল্য ১,০০০-১,৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে এই মূল্য বৃদ্ধির জন্য মোটরসাইকেলের ডিজাইন, স্পেসিফিকেশন বা ফিচারে কোনও পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, Yanaha FZ-FI ও FZS-FI সিরিজে আছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন, যা থেকে ৭,২৫০ আরপিএম গতিতে ১২.২ বিএইচপি ক্ষমতা এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১৩.৩ এনএম টর্ক পাওয়া যায়। অন্য দিকে, FZ-25 রেঞ্জে রয়েছে ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএম গতিতে ২০.৫ বিএইচপি ক্ষমতা এবং ৬,০০০ আরপিএম গতিতে ২০.১ এনএম টর্ক উৎপন্ন করে।