ভারতে শুরু হচ্ছে Samsung Galaxy Z Fold 4, Z Flip 4 ফোনের প্রি-অর্ডার, রয়েছে ধামাকা অফার

গতপরশু অর্থাৎ ১০ই আগস্ট ‘Galaxy Unpacked 2022’ ইভেন্টে Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 ফোল্ডেবল স্মার্টফোন, Galaxy Watch 5 Pro স্মার্টওয়াচ, এবং Galaxy Buds 2 Pro ইয়ারবাডস উন্মোচন করেছিল Samsung। নবাগত ডিভাইসগুলির মধ্যে, Z-সিরিজের ফোল্ডেবল ফোনগুলির জন্য প্রি-বুকিংয়ের কার্যক্রম লঞ্চের আগেই শুরু করে দেওয়া হয়েছিল। আর এখন ভারতেও আলোচ্য হ্যান্ডসেট দুটির আগাম বুকিংয়ের ক্যাম্পাইন লাইভ করে দেওয়ার ঘোষণা করলো দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি।

Samsung দ্বারা শেয়ার করা একটি অফিসিয়াল পোস্টার অনুসারে, যেসকল গ্রাহকেরা Galaxy Z Fold 4 বা Z Flip 4 প্রি-রিজার্ভ করে রেখেছেন বা করবেন, তাদের ৪০,০০০ টাকার বেশি এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা অফার করা হবে। যদিও এই অফার প্রসঙ্গে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি প্রি-বুকিং পেজে। যাইহোক, টেক সংস্থাটি ৫,১৯৯ টাকার একটি ‘এডিশনাল গিফ্ট’ দেবে বলেও উল্লেখ করেছে এই পোস্টারে। শুধু তাই নয়, প্রত্যেক প্রি-রিজার্ভকারীরা অতিরিক্তভাবে আরো ৫,০০০ টাকার বেনিফিট লাভ করতে সক্ষম হবেন। তবে এই পরিমাণ টাকা ডিসকাউন্ট হিসাবে নয়, বরং ব্যাক কভার, ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার বা অন্যান্য আনুষাঙ্গিকের রূপে হস্তগত করা যাবে।

উপরে উল্লেখিত যাবতীয় অফারের লাভ তোলার জন্য ক্রেতাদের ‘গ্যালাক্সি ভিআইপি-পাস’ (Galaxy VIP-Pass) কিনতে হবে, যার মূল্য ২,০০০ টাকা। তবে চিন্তা নেই, এই ২,০০০ টাকা আপনাদের দ্বারা নির্বাচিত ফোল্ডেবল ফোনের ধার্য দামের থেকে বাদ দিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং জেড ফোল্ড ৪ উভয় মডেলই আগামী ১৬ই আগস্ট দুপুর ১২ টার পর থেকে শুরু করে ১৭ই আগস্ট মধ্যরাত পর্যন্ত প্রথমবার কেনার জন্য উপলব্ধ থাকবে। আর লভ্যতার কথা বললে, এই ‘নেক্সট জেনারেশন’ ভাঁজযোগ্য হ্যান্ডসেট দুটিকে স্যামসাং ইন্ডিয়ার অনলাইন শপ, বিবিধ ই-কমার্স সাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে খরিদ করা যাবে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য, ১ টেরাবাইট স্টোরেজ যুক্ত Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 Bespoke Edition -কে শুধুমাত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই বিক্রি করা হবে।

যাইহোক, স্যামসাং তাদের এই নবাগত ফ্ল্যাগশিপ-দ্বয়ের অফার সম্পর্কিত বিশদ বিবরণী শেয়ার করলেও, এখনো এগুলির দাম নিশ্চিত করেনি। তবে আমরা জানতে পেরেছি যে, প্রথম সেলের আগেই অর্থাৎ ১৬ই আগস্টের আগে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রয় মূল্য ঘোষণা করা হবে। অন্যদিকে, গ্যালাক্সি ওয়াচ ৫ সিরিজ স্মার্টওয়াচ এবং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারবাডস দুটিরও বিক্রয়কার্য শুরু হতে চলেছে এদেশে। ফলে খুব শীঘ্রই আলোচ্য ডিভাইসগুলির দামও প্রকাশ্যে আনা হবে বলে আশা করা হচ্ছে।