Oppo খুব সুন্দর দেখতে ফোন নিয়ে হাজির হল, বাজেটের মধ্যে দুরন্ত ফিচার্স

ওপ্পো গত মাসে চীনে Oppo A58 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনটি এইচডি+ ডিসপ্লে, MediaTek Dimensity 700 চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অফার করে৷ আর এখন সংস্থাটি সে দেশে Oppo A58x নামে A-সিরিজের আরেকটি নতুন মডেল লঞ্চ করেছে। এই নবাগত হ্যান্ডসেটে এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 700 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Oppo A58x 5G-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো এ৫৮এক্স ৫জি-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Oppo A58x 5G Specifications and Features

ওপ্পো এ৫৮এক্স ৫জি-তে ওয়াটারড্রপ নচ সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ২৬৯ পিপিআই পিক্সেল ঘনত্ব, ৬০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা, ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৯০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং পান্ডা গ্লাসের সুরক্ষা অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি / ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, অতিরিক্ত স্টোরেজের জন্য এ৫৮এক্স ৫জি-তে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কালারওএস ১২.১ (ColorOS 12.1) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo A58x 5G-এর রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A58x ফোনটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, নিরাপত্তার জন্য A58x 5G-এর ডান প্রান্তে অবস্থিত পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। এই নয়া ওপ্পো ফোনটি ডুয়েল সিম সাপোর্ট, ৫জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.৩, জিপিএস-এর মতো সাধারণ কানেক্টিভিটি অপশনগুলি অফার করে৷ এতে একটি ইউএসবি-সি পোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকও রয়েছে।

সবশেষে, ফোনটির পরিমাপ ১৬৩.৮ x ৭৫.১ x ৭.৯৯ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৬ গ্রাম। তুলনাস্বরূপ, স্ট্যান্ডার্ড Oppo A58 5G মডেলটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। বাকি স্পেসিফিকেশনগুলি দুটি ফোনেই অভিন্ন।

ওপ্পো এ৫৮এক্স ৫জি-এর মূল্য এবং লভ্যতা – Oppo A58x 5G Price and Availability

চীনা মার্কেটে ওপ্পো এ৫৮এক্স ৫জি-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,২০০ ইউয়ান (প্রায় ১৪,২৫০ টাকা)। আগ্রহী ক্রেতারা এই ওপ্পো হ্যান্ডসেটটিকে ব্রীজ পার্পল, ট্রানকুইল ব্লু এবং স্টার ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বেছে নিতে পারবেন।