Samsung Galaxy A05 ভারতে দশ হাজার টাকার কমে লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Samsung Galaxy A05 ফোনের দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে

Samsung গত সেপ্টেম্বরে Galaxy A05 এবং A05s নামের দুটি নতুন স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। যার মধ্যে দ্বিতীয়টি ইতিমধ্যেই অর্থাৎ গত মাসে এদেশে আত্মপ্রকাশ করেছে। আবার আজ অর্থাৎ ২৪শে নভেম্বর দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্টটি Samsung Galaxy A05 মডেলের ঘোষণা করলো ভারতে। এটি বাজেট-রেঞ্জের অধীনে এসেছে এবং একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। যেমন এতে – HD+ ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেস এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য এতে ফেস আনলক ফিচারও বিদ্যমান। চলুন Samsung Galaxy A05 স্মার্টফোনের দাম, লভ্যতা এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy A05 স্মার্টফোনের দাম এবং প্রাপ্যতা

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ১২,৯৯৯ টাকা। এটি লাইট গ্রীন, ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে এসেছে।

আগ্রহীদের জানিয়ে রাখি, স্যামসাংয়ের এই নতুন বাজেট হ্যান্ডসেটটি এই মুহূর্তে প্রখ্যাত রিটেল স্টোর ক্রোমা (Croma) -তে কেনার জন্য উপলব্ধ। তবে খুব শীঘ্রই অন্যান্য অনুমোদিত রিটেলাদের মাধ্যমেও এটি পাওয়া যাবে।

Samsung Galaxy A05 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ০৫ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। তদুপরি সিকিউরিটির জন্য উক্ত মডেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, পরিবর্তে ফেস আনলক ফিচার উপলব্ধ।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Samsung Galaxy A05 ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কোর (OneUI 5.1 Core) কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ক্যাপাসিটির বাড়ানো সম্ভব।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে Samsung Galaxy A05 স্মার্টফোনে সামিল রয়েছে – ৪জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। পরিশেষে আলোচ্য বাজেট হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।