TCL Tab Pro 5G: দুর্দান্ত স্পিকার ও 8000nAh ব্যাটারির সাথে নতুন ট্যাব নিয়ে এল টিসিএল

5G স্মার্টফোনের সঙ্গে এবার 5G ট্যাব লঞ্চ করা শুরু করেছে নানা সংস্থা। সময়ের সাথে সাথে যাতে আউটডেটেড না হয়ে যায় এবং ব্যবহারকারীদের পরবর্তী-প্রজন্মের দ্রুত নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দিতে 5G মোডেমের সাথে ট্যাবলেট আসছে বাজারে। কয়েকদিন আগে সেরকমই একটি ডিভাইস লঞ্চ করেছে TCL, নাম Tab Pro 5G। ট্যাবলেটটির স্পেসিফিকেশন ও দাম আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

TCL Tab Pro 5G স্পেসিফিকেশন

টিসিএল তাদের ট্যাব প্রো ৫জি-তে দিয়েছে ১০.৩৬ ইঞ্চি ডিসপ্লে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও এইচডিআর সাপোর্ট করে। কোয়ালকমের এন্ট্রি লেভেল স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার হয়েছে এতে। একইসঙ্গে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের বিকল্প। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকছে।

টিসিএল ট্যাব প্রো ৫জি-র রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য ফেস আনলক ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

TCL Tab Pro 5G ৮,০০০ এমএএইচ ক্যাপাসিটির পাওয়ারফুল ব্যাটারির সাথে এসেছে, যা ১৭ ঘন্টার ব্যাকআপ দেবে। এটি রিভার্স চার্জিং ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ট্যাবটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই-রেজ ডুয়েল স্পিকার, mmWave ও Sub-6Hz 5G নেটওয়ার্ক সাপোর্ট।

TCL Tab Pro 5G দাম ও লভ্যতা

টিসিএল ট্যাব প্রো ৫জি ভেরিজোনের মাধ্যমে এক্সক্লুসিভ ভাবে বিক্রি করা হবে। দাম রাখা হয়েছে ৩৯৯ ডলার (প্রায় ৩০,০০০ টাকা)৷ আমেরিকা ছাড়া অন্যান্য দেশে ট্যাবটার লভ্যতা সম্পর্কে কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন