Hero XPulse 200 4V Rally Edition এর বুকিং ফের শুরু হল, অল্প কয়েকজনই পাবেন

নিশ্চিতবার্তা মিলেছিল আগেই। আজ, ৬ সেপ্টেম্বর থেকে সেকেন্ড ব্যাচের XPulse 200 4V Rally Edition এর বুকিং নিতে শুরু করল Hero MotoCorp। অবগতির জন্য জানিয়ে রাখি, এই ডুয়াল পারপাজ মোটরসাইকেল লঞ্চ হয়েছিল জুলাইয়ে। এটি আসলে XPulse 200 এর স্পেশ্যাল এডিশন মডেল। সম্প্রতি বেঙ্গালুরুতে ভারতের প্রথম Xpulse Xperience Centre এর উদ্বোধনী অনুষ্ঠানে একশো জন ক্রেতার হাতে বাইকটির প্রথম লটের চাবি তুলে দিয়েছে হিরো।

XPulse 200 4V Rally Edition এর দ্বিতীয় ব্যাচের ডেলিভারি দিওয়ালির আগেই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সংস্থার সেলস প্ল্যাটফর্মে বুক করা যাচ্ছে। সেকেন্ড লটে কত ইউনিট বরাদ্দ, সেটা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, ফার্স্ট ব্যাচের মতো সেকেন্ড ব্যাচেও একই ইউনিট (১০০টি) উপলব্ধ হবে। প্রসঙ্গত, সাধারণ XPulse 200 এবং তার 4V Rally Edition এর মধ্যে ফারাক স্টাইলিং ও হার্ডওয়্যারে। দাম ১,৫২,১০০ টাকা৷ (এক্স-শোরুম)।

র‍্যালি ভার্সনে এক্সটা হিসাবে মিলবে স্পেশ্যাল র‍্যালি কোড গ্রাফিক্স, ফ্রন্ট ফেন্ডারে র‍্যালি এডিশন স্টিকারিং, এবং ফুয়েল ট্যাঙ্কে মোটরস্পোর্টস চাম্পিয়ন সিএস সন্তোষের অটোগ্রাফ। অফ-রোডিংয়ের জন্য হার্ডওয়্যার সেটআপেও গুচ্ছের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে রয়েছে ফুল-অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপ, এক্সটেন্ডেড গিয়ার লিভার, প্রভৃতি। সে কারণে  স্ট্যান্ডার্ড ভ্যার্সনের তুলনায় র‍্যালি মডেলটির দাম ১৬,০০০ টাকা বেশি‌।

গত মাসে হিরো তাদের প্রথম এক্সপালস এক্সপিরিয়েন্স সেন্টার খুলেছে বেঙ্গালুরু শহরে৷ লক্ষ্য, ডার্ট বাইক ব্যবরহারকারীদের প্রশিক্ষণ৷ সেখানে প্রতিযোগীরা খ্যাতনামা মোটরস্পোর্ট রেসিং ড্রাইভার সিএস সন্তোষের সান্নিধ্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে৷ তিনটি ধাপে ট্রেনিং চলবে–বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড। চালকরা কোন পর্যায়ে রয়েছেন তা বুঝে নিজের ইচ্ছেমতো বিকল্প বেছে নিতে পারবেন। অর্থাৎ চাইলে সরাসরি ইন্টারমিডিয়েট থেকেও শুরু করা যাবে৷